ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দক্ষিণবঙ্গে নৌযাত্রী পরিবহনে মেগা প্রকল্প গ্রহণ

প্রকাশিত: ১০:৩৮, ২৭ আগস্ট ২০১৯

  দক্ষিণবঙ্গে নৌযাত্রী পরিবহনে মেগা প্রকল্প গ্রহণ

স্টাফ রিপোর্টার ॥ দেশের দক্ষিণ বঙ্গে নৌযাত্রী পরিবহনে এক মেগা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এজন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে ঢাকাসহ অন্যান্য জেলার চার নদীবন্দর। এতে প্রথম পর্যায়ে ৪৯৩ কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরেছে বিআইডাব্লিউটিএ। সোমবার চামেলি হাউসের সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত বিআইডাব্লিউটিএর এক কর্মশালায় এসব কথা জানানো হয়। বাংলাদেশ আঞ্চলিক নৌ-পথ পরিবহন প্রকল্প-১ এর আওতায় শ্মশানঘাট, নারায়ণগঞ্জ, চাঁদপুর এবং বরিশাল নদী বন্দর পুনর্নির্মাণের ওপর একটি খসড়া সম্ভাব্য পরিকল্পনা উপস্থাপন এবং ওই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোঃ খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, ঈদ, পূজা-পর্বণসহ বিশেষ দিনগুলোতে সদরঘাটে যাত্রীর অনেক ভিড় লক্ষ্যণীয়। এতে বিভিন্ন অনাক্সিক্ষত ঘটনা ঘটে। তিনি আরও বলেন, নৌ পথে দেশের দক্ষিণ বঙ্গে লক্ষ লক্ষ যাত্রী যাতায়াতের একমাত্র অবলম্বন সদরঘাট নদী বন্দর। স্বল্প আয়তনে একটি মাত্র বন্দরের পক্ষে এই বিশাল সংখ্যক যাত্রী সামাল দেয়া খুব কঠিন।
×