ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সয়াবিনের ক্রেতা খুঁজছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১০:৩৫, ২৭ আগস্ট ২০১৯

 সয়াবিনের ক্রেতা খুঁজছে  যুক্তরাষ্ট্র

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনের সঙ্গে দ্বন্দ্বের কারণে ধসে পড়া সয়াবিন বাণিজ্যকে চাঙ্গা করতে নতুন ক্রেতার সন্ধান করছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে শিকাগোতে সয়া গ্লোবাল ট্রেড এক্সচেঞ্জ সম্মেলনের আয়োজন করেছেন এ পণ্যের রফতানি সংশ্লিষ্টরা। নতুন ক্রেতার সন্ধানে যুক্তরাষ্ট্রের শিকাগোতে সয়া গ্লোবাল ট্রেড এক্সচেঞ্জ সম্মেলনে অংশ নিয়েছেন ৫০ দেশের ৪শ’ এর বেশি ক্রেতা। ভাল সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান আয়োজকরা। তিনদিনের এই সম্মেলনের প্রথমদিনেই বেশকিছু রফতানি আদেশ পাওয়া গেছে বলে জানান তারা। চীনের কয়েকজন বাণিজ্য প্রতিনিধিও অংশ নিয়েছেন এ সম্মেলনে। এছাড়া বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মিসরের মতো দেশগুলোতে সয়াবিনের রফতানি বাড়াতে আলোচনা চলছে বলে জানান আয়োজকরা। তবে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দ্বন্দ্বের কারণে ভাল দাম নিয়ে হতাশ মার্কিন কৃষকরা।
×