ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রতিদিন বাংলাদেশ ব্যাংকে তাৎক্ষণিক লেনদেন নিষ্পত্তি হচ্ছে ৪ হাজার কোটি টাকা

প্রকাশিত: ১০:৩৫, ২৭ আগস্ট ২০১৯

  প্রতিদিন বাংলাদেশ ব্যাংকে তাৎক্ষণিক লেনদেন নিষ্পত্তি হচ্ছে ৪ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকিং চ্যানেলে সহজে দ্রুত লেনদেনের সুবিধা দিচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)। ফলে আন্তঃব্যাংক লেনদেনে অনলাইনে ব্যবসায়িক পরিশোধের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আরটিজিএস। এতে করে প্রতিদিনই বাড়ছে লেনদেনের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ে তাৎক্ষণিক লেনদেন এক লাখ ২৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এ হিসাবে দৈনিক ৪ হাজার ২০৯ কোটি টাকা লেনদেন নিষ্পত্তি হয়েছে। গতবছর একই সময়ের চেয়ে চারগুণ বেশি লেনদেন। ২০১৮ সালের জুলাইয়ে আরটিজিএসে লেনদেন হয়েছিল ২৯ হাজার ৩৭৭ কোটি টাকা। জানা গেছে, যেসব গ্রাহক অনলাইন ব্যাংকিংয়ে এক লাখ বা তার বেশি অঙ্কের টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তরের মাধ্যমে এই সেবা পাচ্ছেন গ্রাহক। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন অপরাধমূলক লেনদেনের বেশিরভাগই হয়ে থাকে নগদে। এসব বিবেচনায় অনলাইন লেনদেন প্রসারের জোর দিচ্ছে সরকার। এজন্য ইলেকট্রনিক পদ্ধতির প্রচারণা বাড়ানো, সরকারী পরিশোধ ব্যবস্থার আধুনিকায়ন, সরকারী ব্যাংকের শতভাগ অটোমেশনসহ জোর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকাতায় লেনদেনের স্বচ্ছতা, ঝুঁকি ও খরচের বিষয়টি বিবেচনায় রেখে ব্যবসায়িক বা ব্যক্তি পরিশোধে অনলাইনভিত্তিক ব্যবস্থাকে উৎসাহিত করা হচ্ছে। ব্যাংকগুলোর নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি আরটিজিএস, এনপিএসবি, বিএসিএইচসহ বিভিন্ন মাধ্যমে আন্তঃব্যাংক পরিশোধ সহজ করা হয়েছে।
×