ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু কারও একার নয়, সবার ॥ রকিবুর রহমান

প্রকাশিত: ১০:৩০, ২৭ আগস্ট ২০১৯

 বঙ্গবন্ধু কারও একার নয়, সবার ॥ রকিবুর রহমান

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক রকিবুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু সবার। তাকে কোনভাবেই ভাগ করা যাবে না। আজ তিনি না থাকলে আমরা কখনও স্বাধীনতার স্বাদ পেতাম না। দলমত নির্বিশেষে বঙ্গবন্ধুর অবদানকে স্বীকার করতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই শত্রু সম্পত্তি থেকে ডিএসইর বর্তমান ভবনকে রক্ষা করেছেন। এজন্য ডিএসই সারাজীবন তার কাছে ঋণী থাকবে। উল্লেখ্য, প্রথমবারের মতো ডিএসই জাতীয় শোক দিবস পালন করল। জানা গেছে, সোমবার প্রথমবারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট কাজী ফিরোজ রশিদ বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪৪ বছরে এ প্রথম শোক দিবস পালন করা হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না বঙ্গবন্ধুর কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জ হয়েছে। আরও আগে থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে শোক দিবস পালন করা দরকার ছিল। এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম, পরিচালক বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞা, স্বতন্ত্র পরিচালক মোঃ কায়কোবাদ, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়রী প্রমুখ।
×