ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণপিটুনিতে নিহত রেণুসহ অন্যদের বাঁচাতে ব্যর্থতা কেন অবৈধ হবে না

প্রকাশিত: ১০:২৬, ২৭ আগস্ট ২০১৯

  গণপিটুনিতে নিহত রেণুসহ অন্যদের বাঁচাতে ব্যর্থতা কেন অবৈধ হবে না

স্টাফ রিপোর্টার ॥ গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেণুসহ অন্যদের বাঁচাতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে গণপিটুনির বিষয়ে গৃহীত পদক্ষেপ ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে বলেছে আদালত। সিটি ব্যাংক কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ব্যাংকের চাকরিচ্যুত এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মনিরা সুলতানা পপিকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তিন যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে করা মামলার তদন্ত কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। ২৮ নবেম্বরের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ বিষয়ে জানাতে বলা হয়েছে।
×