ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডাইনোসর পিঁপড়া!

প্রকাশিত: ১০:২৪, ২৭ আগস্ট ২০১৯

 ডাইনোসর পিঁপড়া!

দক্ষিণ অস্ট্রেলিয়ার একটা ছোট শহর পুচেরা। পশুপালন ও কৃষিকাজই মূলত এই শহরের মানুষের জীবিকা ছিল। একটা সময় এমন অবস্থা আসে যখন খাবারের টাকা জোগানোও অসম্ভব হয়ে পড়ে। শহরের অস্তিত্বই তখন বিলুপ্ত হওয়ার মুখে। কিভাবে এই সঙ্কট থেকে মুক্তি মিলবে, তার কোন উপায় বাসিন্দারা ভেবে উঠতে পারছিলেন না। শেষে পিঁপড়াই সমস্যা সমাধানের উপায় বলে দিল। পুরো শহরকে বাঁচাল। ডাইনোসর পিঁপড় হলো এক বিশেষ ধরনের পিঁপড়া। এগুলো প্রথম আবিষ্কার হয় ১৯৭৭ সালে। পতঙ্গবিদদের মতে, এটাই প্রথম পিঁপড়ার প্রজাতি; যার উদ্ভব বোলতা থেকে। ৭ কোটি বছর আগে এই পিঁপড়ার জন্ম। বিশ্বে যত পিঁপড়ার প্রজাতি রয়েছে, তাদের সবার থেকে অনেকটাই আলাদা এরা। পতঙ্গবিদরা একে জীবন্ত জীবাশ্ম ও মিসিং লিঙ্ক বলে। বোলতা ও পিঁপড়া দুই প্রাণীর বৈশিষ্ট্যই রয়েছে এদের মধ্যে। সৃষ্টির সময় থেকে আজও একই রকম রয়ে গেছে তারা। যে শহরকে অস্তিত্ব বিপন্ন হওয়া থেকে উদ্ধার করেছে এরা, সেই পুচেরা শহরের নামকরণ রাজা পুজেরির নাম থেকে। ১৯১৭ সালে তার মৃত্যু হয়। আর ১৯২০ সালে পুচেরা নামে এই শহরের জন্ম। এ্যাডিলেড থেকে ৬৪০ কিলোমিটার দূরে পার্থ ও সিডনির সংযোগরক্ষাকারী হাইওয়ের পাশেই গড়ে উঠেছিল শহরটা। - রেডিট
×