ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিজিটাল পাওয়ার পয়েন্টে ফেনীর আদালতে সাক্ষ্য গ্রহণ আজ

প্রকাশিত: ১০:২১, ২৭ আগস্ট ২০১৯

 ডিজিটাল পাওয়ার পয়েন্টে ফেনীর আদালতে সাক্ষ্য গ্রহণ আজ

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৬ আগস্ট ॥ নুসরাতের হত্যা মামলায় বাংলাদেশে এই প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে পাওয়ার পয়েন্টে প্রজেক্টরের মাধ্যমে ঘটনার তথ্যসমৃদ্ধ প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করবেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পাওয়ার পয়েন্টে উপস্থাপনের জন্য এজলাসে যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। সবশেষ সাক্ষী মামলার তদন্তকারী কর্মর্কতা পিবিআই ইন্সপেক্টর শাহ আলমের সাক্ষ্য প্রদান সোমবার বিকেল পর্যন্ত চলেছে। মঙ্গলবার তার সাক্ষ্য প্রদান শেষে পাওয়ার পয়েন্টে কর্মকান্ড উপস্থাপন শেষে তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীগণ। এর মাধ্যমে ৩৮ কার্য দিবসে শেষ হচ্ছে এ মামলার সাক্ষ্য প্রদান র্পব। এর পর মামলায় আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা করার পালা। আসামিদের পক্ষে কোন সাফাই সাক্ষী না থাকলে মামলাটি চূড়ান্ত পর্ব যুক্তিতর্কের জন্য দিন ধার্য করবে আদালতে। আদালত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা পর্যন্ত মুলতবি করেন বিচারক। বহুল আলোচিত ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার তদন্তকারী কর্মর্কতা পিবিআই ইন্সপেক্টর শাহ আলমের সাক্ষ্য প্রদান চলছে। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে সাক্ষ্য প্রদান করেন। ঢাকা থেকে আসা আসামি পক্ষের আইনজীবী ফারুখ আহমেদ জানান- মামলার তদন্তকারী কর্মকর্তা এ কদিন যেভাবে সাক্ষ্য দিচ্ছেন তা সাক্ষ্য আইনের ২৬ ধারার পরিপন্থী। তিনি চার্জশীট দেখে দেখে দাড়ি, কমা পর্যন্ত আদালতে বলে চলেছেন। সাক্ষী শুধুমাত্র জেরার সময় কেস ডকেট দেখে সংখ্যা, কারও নামসহ সীমিত জিনিস দেখার বিধান রয়েছে সাক্ষ্য আইনের ১৫৯ ধারায়। চার্জশীট দেখে দেখে দাড়ি-কমা পর্যন্ত বলায় আদালতের সময় নষ্ট করেছেন। তিনি বিষয়টি আদালতের নজরে এনেছেন। তদন্ত কর্মকর্তা গত ২১,২৫,২৬ আগস্ট জবানবন্দী দিয়ে চলেছেন। মঙ্গলবারও জবানবন্দী দেবেন। পাওয়ার পয়েন্ট আদালতে উপস্থান প্রসঙ্গে তিনি বলেন, এটি মামলায় একজিভিট হবে না। শুধু ঘটনার বিষয় আদালতে উপস্থাপন হবে।
×