ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরাজিত শত্রুরা যেন কোনভাবে প্রশ্রয় না পায় ॥ গণপূর্তমন্ত্রী

প্রকাশিত: ১০:২০, ২৭ আগস্ট ২০১৯

 পরাজিত শত্রুরা যেন কোনভাবে প্রশ্রয় না পায় ॥ গণপূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার পরাজিত শত্রুরা যেন কোনভাবে বাংলাদেশ প্রশ্রয় না পায় সেজন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। একইসঙ্গে যার রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রাঙ্গণে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আখতার হোসেন, রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোঃ সাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন। গণপূর্তমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন সত্তা নিয়ে জেগে ওঠা একটি রাষ্ট্রকে পাকিস্তান রাষ্ট্রের ভাবধারায় ফিরিয়ে আনার জন্য সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর খুনীরা চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে হত্যা করতে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে একুশ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন মন্ত্রী বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। বঙ্গবন্ধু হত্যায় জড়িত জিয়াউর রহমানও অনাকাক্সিক্ষত হত্যাকা-ের শিকার হয়েছিলেন। মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে সবার একটা জায়গায় এক হওয়া দরকার। রাষ্ট্রের ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, রাষ্ট্রের বিরোধী দলেও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা চাই স্বাধীনতার পরাজিত শত্রুরা যেন কোনভাবে বাংলাদেশ প্রশ্রয় না পায়। আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনাকে সুপ্রতিষ্ঠিত করব। আমরা চাই বাংলাদেশ শান্তি, সৌহার্দ্যরে, সহাবস্থানের একটা রাষ্ট্র হিসেবে থাকুক। এখানে অপরাধ হবে না, কেউ অপরাধ করলে অপরাধীর বিচার হবে। কোন অপরাধীকে দায়মুক্তি দেয়া হবে না, প্রটেকশন দেয়া হবে না। মন্ত্রী বলেন, ১৫ আগস্ট, ২১ আগস্ট একইসূত্রে গ্রোথিত। মন্ত্রী বলেন, বিশ্বের অনেক বড় রাষ্ট্র বঙ্গবন্ধু হত্যার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের স্বাধীন সত্তার অভ্যুদয় অনেকে মেনে নিতে পারেনি। তাই ’৭১ থেকে ’৭৫ সাল পর্যন্ত অনেক বড় বড় রাষ্ট্র এ ভূখ-ের স্বাধীনতাকে গ্রহণ করেনি। বঙ্গবন্ধু হত্যার পর অনেক কিছু বদলে গেল।
×