ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর অভিনন্দন

কাটাছেঁড়া ছাড়াই দেশে হার্টের সফল অস্ত্রোপচার

প্রকাশিত: ০৯:৫৭, ২৭ আগস্ট ২০১৯

 কাটাছেঁড়া ছাড়াই দেশে হার্টের সফল অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার ॥ কাটাছেঁড়া ছাড়াই হার্টের সফল অস্ত্রোপচার হলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। পৃথিবীর অনেক দেশেই এমআইসিএস (ম্যানুয়ালি) ইনভাসিভ কার্ডিয়াক সার্জারি) করা হলেও সরকারী হাসপাতালে এটিই প্রথম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপারেশনে অংশ নেয়া পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন। রবিবার দেশে প্রথমবারের মতো সরকারী হাসপাতালে এমআইসিএস সফলভাবে সম্পন্ন হয়েছে। যদিও এর আগে দেশে বেসরকারী হাসপাতালে এ ধরনের কয়েকটি অস্ত্রোপচার হয়েছে। এতে সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টা। পাবনার ১২ বছরের নূপুরের হার্টের অস্ত্রোপচার হয় এই এমআইসিএস পদ্ধতিতে। গত ১৯ আগস্ট হাসপাতালে ভর্তি হয় নূপুর। আগামী তিন চার দিনের মধ্যেই নূপুর বাড়ি যেতে পারবে। সে সম্পূর্ণ সুস্থ আছে। সফল এমন অস্ত্রোপচারের নেতৃত্ব দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডাঃ আশ্রাফুল হক সিয়াম। এই চিকিৎসক জানান, পুরো বুক না ফাঁকা না করে, পাঁজরের হাড় না কেটে মাত্র দুই ইঞ্চি ছিদ্র করা হয়। অন্যান্য স্বাভাবিক অস্ত্রোপচারের চেয়ে এমআইসিএসে খরচ অনেক কম হয়। হাসপাতালের ৫০ থেকে ৬০ জনের একটি দল এ অস্ত্রোপচারে অংশ নিয়েছিলেন। তার মধ্যে ছিলেন ডাঃ আসিফ, ডাঃ শাহরিয়ার, ডাঃ গফুর, ডাঃ রুমুু, ডাঃ মন্জুর, ডাঃ ওয়াহিদা, ডাঃ আহসানার, এ্যানেস্থেসিস্ট ছিলেন অধ্যাপক ডাঃ শাহনাজ ফেরদৌস, ডাঃ আমীরুস সালাম, কার্ডিওলজিস্ট ছিলেন ডাঃ শফিকুর রহমান পাটোয়ারি ও ডাঃ সাহানাসহ অন্যরা। ডাঃ সিয়াম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই এই অস্ত্রোপচারের বিষয়টি জানতেন। এমন অস্ত্রোপচারের জন্য তিনি যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করেছেন। অপারেশন চলার সময় বার বার খোঁজ নিয়েছেন। অপারেশন শেষে রোগীর অবস্থা সম্পর্কে জেনেছেন। প্রধানমন্ত্রী পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন।
×