ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় স্কুলছাত্রী আত্মহত্যায় প্ররোচনা ॥ দুই যুবকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৯:১১, ২৭ আগস্ট ২০১৯

 বগুড়ায় স্কুলছাত্রী  আত্মহত্যায়  প্ররোচনা ॥ দুই যুবকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে আবির আহমেদ(২০) ও শাহারিয়ার অন্তুু (২১) নামে দুই যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে সোমবার মামলা দায়ের হয়েছে। দশম শ্রেণীর ছাত্রী শহরের লতিফপুর এলাকার বাসিন্দা মাঈশা ফাহমিদ সেমন্তি জুন মাসে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি বগুড়ায় বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি করে। স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ইতোপূর্বে আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধনও করা হয়। তার পিতা মোঃ হাসানুল মাশরেক বাদী হয়ে বগুড়ার আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, আসামিরা বাদীর মেয়ের আপত্তিকর ছবি যোগসাজসে আদান-প্রদানসহ ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করে। স্কুল ছাত্রী সেমন্তি আসামিদের হুমকিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়।
×