ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শরণখোলা-মোরেলগঞ্জের মহাসড়কের একাংশ পুকুরে

প্রকাশিত: ০৯:০৮, ২৭ আগস্ট ২০১৯

  শরণখোলা-মোরেলগঞ্জের মহাসড়কের একাংশ পুকুরে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলা-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের তাফালবাড়ি কলেজিয়েট স্কুলের পাশে প্রায় ২৫ মিটার জায়গার আংশিক শনিবার রাতে পুকুরে ডেবে গেছে। ফলে তাফালবাড়ির সঙ্গে অন্য এলাকার সব প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছে সাউথখালীসহ রায়েন্দা -মোরেলগঞ্জের যাত্রীরা। রবিবার তাফালবাড়ি এলাকার বাসিন্দা ও সমাজকর্মী আবু জাফর মীর, শাহালোম হাওলাদার, রুহুল আমীন হাওলাদার, শামীম জোমাদ্দার জানান, সড়কের এ অংশ পুকুরে ভেঙ্গে যাওয়ায় বাসসহ অন্য যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাউথখালীর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। ব্যবসায়ীদের মালামাল পরিবহনে দেখা দিয়েছে সমস্যা। জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, ভেঙ্গে যাওয়া জায়গাটি পরিদর্শন করে দ্রুত সংস্কার করা হবে।
×