ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আটঘরিয়ায় সরকারি রাস্তা বন্ধ করায় জনদূর্ভোগ

প্রকাশিত: ০৮:৪০, ২৬ আগস্ট ২০১৯

আটঘরিয়ায় সরকারি রাস্তা বন্ধ করায় জনদূর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ আটঘরিয়ার অভিরামপুর গ্রামে প্রায় দুইমাস যাবত সরকারি রাস্তা উপর বাঁশের খুটি গেড়ে বন্ধ করেছে আলিফ নামক এক প্রভাবশালী। এতে চরম দূর্ভোগে পড়েছে ওই এলাকার হাজার হাজার নিরিহ মানুষ। রাস্তা বন্ধ থাকায় এলাকার মানুষ ঘরে ফসল তুলতে পারছে না বলে অভিযোগ ওই প্রভাবশালীর বিরুদ্ধে। এনিয়ে যে কোনো মুহুর্তে গ্রামবাসি ও আলিফ গং এর মধ্যে বড় ধরনের সংর্ঘষ ঘটতে পারে বলে মনে করছেন সচেতন মহল। সরজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলা দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর গ্রামের প্রভাবশালী আলিফ উদ্দিন, আলমাছ আলী, ইসরাইল, আলতাব হোসেন, মতিন হুজুর, আলহাজ আলী গং প্রায় দুইমাস ধরে তোরাব আলীর বাড়ী হতে মজিবর রহমনের বাড়ী পর্যন্ত সরকারি রাস্তা বাঁশের খুটি দিয়ে ঘেরাও করে বন্ধ করে দিয়েছে। এতে ওই রাস্তা দিয়ে শতাধিক পরিবারের লোকজন যাতাযাতের চরম ভোগান্তিতে পড়েছে। সরকারি রাস্তা বন্ধ করায় এসব পরিবারের এক থেকে দুই কিলোমিটার রাস্তা ঘুরে যাতাযাত করতে হচ্ছে। এলাকাবাসির অভিযোগ, আলিফ গং রাস্তার ওপর বাঁশের খুটি গেড়ে বন্ধ করায় সবচেয়ে বিপদে পড়েছে স্কুল মাদরাসা পড়–য়া কোমলমতি শিক্ষার্থীরা। তাদের প্রতিদিন কাঁদামাটি অতিক্রম করে শিক্ষা প্রতিষ্ঠানে যাতাযাত করতে বাধ্য হচ্ছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার লোকজনকে তাদেরকে অবহিত করলেও কোন সুরাহা হয়নি। স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম শরিফ জানান, দীর্ঘ দিন ধরে এই রাস্তা দিয়ে প্রায় ৫০টি পরিবারের লোকজন যাতাযাত করে আসছে। আলিফ গং শক্রতামুলক সরকারি রাস্তার মাঝখানে বাঁশের খুটি দিয়ে বন্ধ করে দিয়েছে। ফলে গ্রামবাসি যাতাযাত করতে পারছে না। বিষয়টি তাদেরকে নিয়ে বার বার সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
×