ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যানেলে চ্যানেলে নজরুল প্রয়াণ দিবস

প্রকাশিত: ০৭:২৫, ২৭ আগস্ট ২০১৯

চ্যানেলে চ্যানেলে নজরুল প্রয়াণ দিবস

সংস্কৃতি ডেস্ক ॥ সাম্যের কবি, দ্রোহের কবি, প্রেমের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এর মধ্যে রয়েছে বিশেষ নাটক, সঙ্গীত অনুষ্ঠান, আলোচনা ও নৃত্যানুষ্ঠান। চ্যানেলগুলোর নানা আয়োজন নিয়ে এ প্রতিবেদন। এটিএন বাংলার আয়োজন : সাম্যের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৯-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কাজলী আহমেদ। বেলা ৩-০৫ মিনিটে প্রচার হবে সেলিম দৌলা খান পরিচালিত বিশেষ অনুষ্ঠান ‘প্রলয় তূর্য’। বেলা ৪টায় রয়েছে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ভালবাসো মোর গান’। সর্বশেষ রাত ১২টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘কণ্ঠে মম কণ্ঠ সুর’ পরিচালনায় রুমানা আফরোজ। মাছরাঙায় ‘কালো হরিণ চোখ’ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘কালো হরিণ চোখ’। কাজী নজরুল ইসলামের ‘বাদল বরিষণে’ গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন বিষ্ণু ঈয়াস। পরিচালনা করেছেন সীমান্ত সজল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, জয়রাজ, ডা: আমিন, অধরা প্রিয়া, আয়শা, কাজী বাবুল, জুয়েল রানা, সাগর দাস, রিয়ান মালিক রানা, সাজিদ খান, সাদিকা সান্তনা ও ইয়াসির আরাফাত। নাটকের চিত্রগ্রহন সানি খান। পারাবাত টেলিমিডিয়া প্রযোজিত ‘কালো হরিণ চোখ’ নাটকের নির্বাহী প্রযোজক ডা ঃ নুরুল আমিন আকন্দ। নাটকের গল্পে দেখা যাবে দীর্ঘদিন পর শহর থেকে গ্রামে আসেন জমিদার বাড়ির ছোট ছেলে রুদ্র। শৈশবের স্মৃতিমাখা গ্রামটি ঘুরে দেখতে গিয়ে দৃষ্টি পড়ে কাজরীর দিকে। কৃষ্ণসুন্দরী কাজরীর কালো হরিণ চোখ তাকে আকৃষ্ট করে। অদ্ভুত এক মায়াজালে জড়িয়ে পড়েন তিনি। কাজরীও তার প্রতি দুর্বলতা এড়াতে পারে না। কিন্তু নিজেকে কালো বলে খুব অসহায় মনে করে কাজরী। আর নিজের অবস্থান আর জমিদার বাড়ির ছেলের অবস্থানের দূরত্বের কথা ভেবে রুদ্রকে তার কাছ থেকে দূরে থাকতে বলে সে। রুদ্র সেটা মানতে চায় না। এদিকে, গ্রামের বখাটে ছেলে বিষ্ণু কাজরীকে বিয়ে করতে চায়। কিন্তু কাজরী তাকে পছন্দ করে না। কাজরীর বাবা বিষ্ণুর সঙ্গে তার বিয়ে ঠিক করে ফেলে। বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে কাজরী নদীতে ডুব দেয়। এনটিভিতে ‘যুগলবন্দী’ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে সকাল ৬-১৫ মিনিটে প্রচার হবে ধ্রুপদী সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘যুগলবন্দী’। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বরেণ্য সেতার বাদক শাহাদাত হোসেন খান এবং এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী ড. প্রিয়াংকা গোপ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লাবণ্য। প্রযোজনা করেছেন সাইফুল্লাহ সাইফ। চ্যানেল আইয়ের আয়োজন : চ্যানেল আইতে দিনব্যাপী রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। এর মধ্যে বেলা ১২টায় স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে বিশেষ ‘তারকাকথন’। সৈয়দ সালাউদ্দিন জাকীর উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন আসাফোদৌল্লাহ এবং সাদিয়া আফরিন মল্লিক। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন রাজু আলীম। এর আগে সকাল ৭-৩০ মিনিটে প্রচার হবে নজরুল গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। সকাল ৯-৪৫ মিনিটে প্রচার হবে নজরুল বিষয়ক বিশেষ ‘তৃতীয় মাত্রা’। বেলা ১২-৩৫ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে অনিন্দিতা কাজীর অংশগ্রহণে ওয়ালটন ল্যাপটপ ‘তারকাকথন’। অনুষ্ঠানটি পরিচালনা করবেন রাজু আলীম।
×