ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুদানে ভারী বৃষ্টি ও বন্যায় ৬২ জনের মৃত্যু

প্রকাশিত: ২২:৫০, ২৬ আগস্ট ২০১৯

সুদানে ভারী বৃষ্টি ও বন্যায় ৬২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ সুদানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ৬২ জনের মৃত্যু হয়েছে। গত জুনের শুরু থেকেই দেশটিতে ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।বন্যার কারণে দেশটির ১৫ রাজ্যের প্রায় দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দক্ষিণের হোয়াইট নাইল রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাত ও বন্যায় ৩৭ হাজারের বেশি বাড়ি-ঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিভিন্ন স্থানে আরও বৃষ্টিপাত ও বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আগামী অক্টোবর পর্যন্ত বর্ষার মৌসুম। তাই এ সময়ের মধ্যে আরও বৃষ্টিপাতে বিপর্যয় আরও বাড়তে পারে। এতে হাজার হাজার মানুষ নানা ধরনের সংকটের মধ্যে পড়বে।
×