ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেইনট্রিতে ধর্ষণ

মামলা করে হুমকির মুখে ফারিয়া

প্রকাশিত: ১২:৪৭, ২৬ আগস্ট ২০১৯

মামলা করে হুমকির মুখে ফারিয়া

স্টাফ রিপোর্টার ॥ দুই মাসের গর্ভের সন্তান নষ্ট ও নারী নির্যাতনের অভিযোগে মামলা করার পর থেকে হুমকির মুখে রয়েছেন বলে অভিযোগ করেছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের পুত্রবধূ ফারিয়া মাহাবুবা পিয়াসা। এ জন্য তিনি মামলাটি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের স্ত্রী মাহাবুবা পিয়াসা আদালত প্রাঙ্গণে এ কথা বলেন। রবিবার ঢাকা মহানগর হাকিম মোঃ তোফাজ্জল হোসেনের আদালতে মামলায় নারাজি দেয়ার পর ফারিয়া মাহাবুবা পিয়াসা এসব কথা বলেন। আদালত নারাজির ওপর শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছে। ফারিয়া বলেন, গর্ভের সন্তান নষ্ট ও নারী নির্যাতনের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদসহ দুজনের বিরুদ্ধে মামলা করি। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মোঃ মজিবুর রহমান আমার কাছে অবৈধভাবে টাকা দাবি করেন। আমি তার দাবি না মানায় সে আমার শ্বশুরের পক্ষে প্রতিবেদন দাখিল করেন। আমি রবিবার এ প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দিয়েছি।
×