ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা নিতে হবে ॥ স্পীকার

প্রকাশিত: ১০:২৭, ২৬ আগস্ট ২০১৯

 জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা নিতে  হবে ॥ স্পীকার

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বিশ্লেষণ করে তাঁর আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। বঙ্গবন্ধু ছিলেন অকুতোভয়, অন্যায়ের কাছে কখনও মাথানত করেননি। বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করে এগিয়ে গেছেন। তাঁর একমাত্র লক্ষ্য ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে জনগণের ভাগ্যের উন্নয়ন করা। রবিবার ঢাকায় জাতীয় জাদুঘর মিলনায়তনে গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকা আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা সমিতির প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, কাজী আকরাম উদ্দিন আহমেদ, নার্গিস রহমান এমপি প্রমুখ। স্পীকার বলেন, বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি দিন পর্যালোচনা করলে দেখা যায় তিনি মানুষকে গভীরভাবে ভালবাসতেন এবং বাঙালী জাতির মুক্তির জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে গেছেন। তাঁর সংগ্রামী জীবনের দিনপঞ্জিকা ভবিষ্যত প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল।
×