ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইসক্রিমের স্বর্গরাজ্য!

প্রকাশিত: ১০:২৭, ২৬ আগস্ট ২০১৯

 আইসক্রিমের স্বর্গরাজ্য!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের দ্য মিউজিয়াম অব আইসক্রিম ২৫ হাজার বর্গফুটের তিনতলা ভবনটিতে প্রবেশ করলে মনে হবে যেন আইসক্রিমের স্বর্গরাজ্যে প্রবেশ করেছেন। নানা রঙের আইসক্রিম চারদিকে, সেইসঙ্গে রয়েছে পুলও। এতদিন পর্যন্ত সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। এবার ১৩টি নতুন ইন্সটলেশনসহ মিউজিয়াম খুলে দেয়া হলো সাধারণ মানুষের জন্য। এইবার মিউজিয়ামে বানানো হয়েছে আইসক্রিম দিয়ে একটি গুহা। সেইসঙ্গে পুলেও ছড়ানো রয়েছে রামধনু রঙের আইসক্রিম। ২০১৬ সালে প্রথম এ ধরনের মিউজিয়াম খোলা হয় ম্যানহাটনে। যুক্তরাষ্ট্রে সেটিই প্রথম আইসক্রিমের মিউজিয়াম। এখনও পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ ভিড় করেছেন মিউজিয়ামে। তালিকায় বিয়ন্স, কিম কার্দেশিয়ান, ক্যাটি পেরির মতো সেলেবরাও রয়েছেন। পরবর্তীতে লস এ্যাঞ্জেলস, মিয়ামি, সান ফ্রান্সিসকোতেও খোলার কথা রয়েছে এরকম একটি মিউজিয়াম। - দ্য আটলান্টিক
×