ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্ল্যাটের কথা গোপন করে প্লট চাইলেন এমপি রুমিন

প্রকাশিত: ১০:২২, ২৬ আগস্ট ২০১৯

ফ্ল্যাটের কথা গোপন করে প্লট চাইলেন এমপি  রুমিন

মশিউর রহমান খান ॥ তিনি বিএনপির সংরক্ষিত আসনের মহিলা এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, একইসঙ্গে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। বর্তমান সংসদকে বারবার অবৈধ বলে দাবি করলেও এমপি হিসেবে সামান্যতম সুযোগও হাতছাড়া করতে রাজি নন তিনি। এমপি হিসেবে শপথ নেয়ার মাত্র দুমাসেরও কম সময়ের মধ্যেই সরকারের কাছে ঢাকায় কোন সম্পত্তি নেই বলে মিথ্যা তথ্য দিয়ে চাইলেন পূর্বাচলের কোটি কোটি টাকা মূল্যের ১০ কাঠার প্লট। সরকার তাকে এই প্লট বরাদ্দ দিলে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন বলেছেন। বিশাল আয়তনের ফ্ল্যাট বরাদ্দ চেয়ে গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের কাছেও দেন ডিও লেটার। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রুমিন ফারহানার ১০ কাঠার প্লট চেয়ে আবেদনের সত্যতা নিশ্চিত করে জনকণ্ঠকে। দেশের ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি স্পীকারের কাছে সংসদ এমপি হিসেবে শপথ নেয়ার পর সংসদে যোগদানের প্রথম দিনেই একে ‘সম্পূর্ণ অবৈধ’ বলে দাবি করা ব্যক্তি। এবার সম্পদের তথ্য সম্পূর্ণ গোপন করে চাইলেন ফ্ল্যাট। সূত্র জানায়, ঢাকায় নিউ এলিফ্যান্ট রোডে নিজ ফ্ল্যাট থাকলেও তা সম্পূর্ণ গোপন করে তবে কোন সম্পত্তি নেই বলে গণপূর্তমন্ত্রীকে লেখা ডিও লেটারে উল্লেখ করেন। বর্তমান সংসদের নির্বাচিত বিএনপির কোন এমপি সরকারের কাছে কোন প্লট, ফ্ল্যাট বা জমি না চাইলেও সংসদের সংরক্ষিত আসন সাড়ে তিনশর সদস্য হয়ে তিনিই প্রথমবারের মতো ১০ কাঠার প্লট চাইলেন। এ নিয়ে খোদ বিএনপির মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একইসঙ্গে সংসদকে সম্পূর্ণ অবৈধ দাবি করে কিভাবে কোন এমপি নিজ স্বার্থে দলীয় আদর্শ ভুলে এমপিদের পাশ কাটিয়ে একাই চেয়ে বসলেন বিশাল আয়তনের প্লট। এমন ‘আদর্শবান’ এমপি বর্তমানে ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। সূত্র জানায়, ৩ আগস্ট পূর্বাচলে ১০ কাঠার প্লট চেয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে দেয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, ঢাকা শহরে আমার কোন জায়গা/ফ্ল্যাট বা জমি নেই। ওকালতি ছাড়া আমার অন্য আর কোন ব্যবসা বা পেশা নেই। এ জন্য ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠা প্লটের প্রয়োজন। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, আমার নামে ১০ কাঠার প্লট বরাদ্দ করলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। অথচ নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা থেকে জানা গেছে, রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে তার একটি ফ্ল্যাট রয়েছে। সেটাকে তিনি স্থায়ী ঠিকানা হিসেবেও হলফনামায় লিখেছেন। তিনি হলফনামায় আরও লিখেছেন, আনুমানিক ১৮৫০ বর্গফুটের সেই ফ্ল্যাটটি তিনি তার মায়ের কাছ থেকে পেয়েছেন। প্লট চাওয়ার তার সেই চিঠিটি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। প্লটের আবেদনের বিষয়ে জানতে চাইলে রুমিন ফারহানা সাংবাদিকদের কাছে বলেন, মন্ত্রী এমপি না হয়েও অনেকেই শুল্ক মুক্ত গাড়ি পেয়ে গেছেন। আর আমি কিছু পাওয়ার আগেই আমার চিঠি ভাইরাল হয়েছে। তিনি বলেন, এটা কোন সরকারের কাছে চাওয়া না। এটা হচ্ছে রাষ্ট্রীয় সুবিধা। রাষ্ট্রের কাছে চেয়েছি। তাই আনুষ্ঠানিকতার জন্য আবেদন করেছি। কিন্তু আমি জানতাম না কোন মন্ত্রণালয় থেকে কোন চিঠি এভাবে বের হয়। সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি প্লটের জন্য আবেদন করেছি। পাই না পাই তার জন্য কোন আফসোস নেই। তবে আমার পিতা ভাষাসৈনিক অলি আহাদ। তার কোন বাড়ি নেই, আজীবন তিনি শ্বশুর বাড়িতে থেকেছেন। তবে প্লট দেয়া না দেয়া রাষ্ট্রের বিষয়। উল্লেখ্য, বহু নাটকীয়তার পর বিএনপির এমপিরা শপথ নেয়ার পর সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে মনোনয়ন পান রুমিন। তিনি ৯ জুন এমপি হিসেবে শপথ নেন, ৩ আগস্ট প্লটের জন্য আবেদন করেন। এরও আগে টিভি টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চান। তবে এই আসনে উকিল আবদুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি। নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না হলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানার পরিচিতি রয়েছে। এমপি হিসেবে শপথ নিয়ে সেই ‘সংসদকে অবৈধ’ দাবি করায় ফের আলোচনায় আসেন তিনি। চলমান সংসদকে অবৈধ বলা ছাড়াও সরকারের কঠোর সমালোচনায় সর্বক্ষণ মুখর থাকেন এই এমপি। তিনি দলের চেয়ারপার্সন বেগম জিয়ার মুক্তির বিষয়েও একাধিকার বক্তব্য রেখেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম জনকণ্ঠকে বলেন, ১০ কাঠার প্লট চেয়ে সাংসদ রুমিন ফারহানার আবেদন তিনি হাতে পেয়েছেন। তবে এ বিষয়ে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। নিয়মানুযায়ী একজন এমপির জন্য বাধ্যতামূলক প্লট চাইলে তা দেয়া হয় কি- এ বিষয়ে তিনি বলেন, না, এমপিরা চাইলেই প্লট দেয়ার নিয়ম নেই। এদিকে মন্ত্রণালয় থেকে বাইরে যাওয়ার পেছনে ‘সরকারের হাত’ রয়েছে বলে অভিযোগ করেছেন রুমিন ফারহানা। তিনি বলেছেন, আমি এখন চ্যালেঞ্জ করব। যতজন এমপি এপ্লিকেশন করেছেন সব প্রকাশ করা হোক। রুমিন কেন একলা?
×