ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নান্দাইলে বিরোধের জেরে হামলায় নিহত এক

প্রকাশিত: ০৯:০৮, ২৬ আগস্ট ২০১৯

 নান্দাইলে বিরোধের জেরে হামলায় নিহত এক

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২৫ আগস্ট ॥ উপজেলায় বিরোধ মীমাংসার অপেক্ষায় থাকা লোকজনের ওপর হামলার ঘটনায় এক জন নিহত ও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজারে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৩০)। তিনি মহেশকুড়া গ্রামের এজাহার মিয়ার পুত্র। এ ঘটনায় গুরুতর আহত হিমেল মিয়াকে (২২) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে পাভেল মাহমুদকে (৩০) সঙ্কটাপন্ন অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের নান্দাইল, গফরগাঁও ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হচ্ছে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, কোরবানির ঈদের পরদিন রাতে দেওয়ানগঞ্জ বাজারে বসে চা-পান করছিলেন মহেশকুড়া গ্রামের রাব্বি (১৮), সানমুন (১৮) ও সুমন (১৯) নামে তিন তরুণ। এ সময় পাশের বিরাশি গ্রামের মুক্তোল হোসেন মল্লিকের ছেলে ফজলুল হক এসে তাদের মুখে টর্চের আলো ফেলে। এ সময় তারা এ ঘটনার প্রতিবাদ করলে ফজলুল হক উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে রাব্বির মাথায় কোপ দেয়। আহত রাব্বি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় রাব্বির বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মহেশকুড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক (৫৫) জানায়, মামলা হওয়ার পর মহেশকুড়া ও বিরাশি গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দেওয়ানগঞ্জ বাজারে পুলিশ মোতায়েন করা হয়। দুইপক্ষের বিরোধ মীমাংসা করার জন্য রবিবার সালিশ বসার কথা ছিল। কিন্তু ওই দিনেই মুক্তোল মল্লিকের লোকজন দেওয়ানগঞ্জ বাজারে প্রবেশ করে মীমাংসার অপেক্ষায় থাকা মহেশকুড়া গ্রামের লোকজনের ওপর হামলা করে।
×