ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেট সিটির ৭৮৯ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৯:০৮, ২৬ আগস্ট ২০১৯

 সিলেট সিটির  ৭৮৯ কোটি ৩৮  লাখ টাকার  বাজেট  ঘোষণা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট সিটি কর্পোরেশনের ৭৮৯ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মেয়র আরিফুল হক চৌধুরী রবিবার দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। প্রতিবারের মতো এবারের ঘোষিত বাজেটেও আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো হোল্ডিং ট্যাক্স ৪৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর ৮ কোটি ৫০ লাখ টাকা, ইমরাত নির্মাণ ও পুনর্নির্মাণের ওপর কর ২ কোটি টাকা, পেশা ব্যবসার ওপর কর ৬ কোটি ৫০ লাখ টাকা, বিজ্ঞাপনের ওপর কর ১ কোটি ২০ লাখ টাকা, বিভিন্ন মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন ফি বাবদ ২৫ লাখ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১ কোটি ২০ লাখ, পানি সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ ৩ কোটি ৮০ লাখ, পানি লাইন সংযোগ ও পুনঃসংযোগ ১ কোটি, নলকূপ স্থাপনের অনুমোদন ও নবায়ন ফি বাবদ ১ কোটি ৫০ লাখ টাকা প্রভৃতি।
×