ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ০৯:০৬, ২৬ আগস্ট ২০১৯

গফরগাঁওয়ে  প্রতিবাদ  সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২৫ আগস্ট ॥ গফরগাঁওয়ে রবিবার দুপুরে প্রতিবাদ সমাবেশ ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলার চরআলগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ গিয়াস উদ্দিনসহ দুইজন মুক্তিযোদ্ধার নামে মিথ্যা যুদ্ধাপরাধ মামলা দায়ের এবং ৭০-এর নির্বাচনের আওয়ামী লীগ দলীয় এমএনএ, বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদাসহ ৬০১ মুক্তিযোদ্ধার নামে ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ অভিযোগ করার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গফরগাঁও উপজেলা কমান্ড। উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মফিজ আহম্মেদ। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শফিকুল আমীন খসরু, মফিজুল হক মতি, সলিম উল্লাহ মোস্তফা, আলতাফ হোসেন রানা, মীর এমদাদুল হক বুলবুল, আলা উদ্দিন, ফজলুর রহমান, নাসির উদ্দিন মনি, ফরিদ আহম্মেদসহ উপজেলার ১৫টি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের ১৫ জন ইউনিয়ন কমান্ডার। পরে একই স্থানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, গফরগাঁও থানা লুটের সাজাপ্রাপ্ত আসামি, আবু সাঈদ নামে একজন মুক্তিযোদ্ধা অর্থ আত্মসাত, বীর মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট করাসহ অসৎ উদ্দেশ্যে মুক্তিযুদ্ধকালীন আগারতলা সোনার বাংলা ক্যাম্পের নির্বাহী প্রধান, ৭০-এর নির্বাচনের এমএনএ, বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদাসহ ৬০১ মুক্তিযোদ্ধাকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেছে ও আদালতে মামলা দায়ের করেছে। এছাড়াও উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি ও তাদের হয়রানি করার উদ্দেশ্যে আবু সাঈদ গং চরআলগী ইউনিয়নের মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ও লোকমান আলীকে আল বদর বাহিনী উল্লেখ করে তাদের নামে আদালতে মিথ্যা যুদ্ধাপরাধ মামলা দায়ের করেছে। সংবাদ সম্মেলন ও মুক্তিযোদ্ধা প্রতিবাদ সমাবেশে উপজেলার চার শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেয়।
×