ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্কিন কোম্পানিকে নির্দেশ দেয়ার অধিকার আমার আছে ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৮:৪৩, ২৬ আগস্ট ২০১৯

 মার্কিন কোম্পানিকে নির্দেশ দেয়ার  অধিকার আমার আছে ॥ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ১৯৭৭ সালের আইন অনুযায়ী মার্কিন কোম্পানিগুলোকে চীন থেকে সরে আসার নির্দেশ দেয়ার ‘পুরো অধিকার’ রয়েছে তার। শুক্রবার ৭৫ বিলিয়ন (সাত হাজার পাঁচশ কোটি) ডলার মার্কিন পণ্যের নতুন করে শুল্কারোপ করে চীন। এর ফলে দুুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও প্রকট আকার ধারণ করে। চীনের শুল্কারোপের জবাবে শুক্রবার বিকেলে ট্রাম্প টুইটারে বলেন, ‘আমাদের মহান আমেরিকান কোম্পানিগুলোকে চীনের বিকল্প খোঁজার জন্য এবং কোম্পানিগুলো দেশে ফিরিয়ে এনে তাদের পণ্য যুক্তরাষ্ট্রেই উৎপাদনের নির্দেশ দেয়া হচ্ছে।’ ফ্রান্সে জি-সেভেন (জি-৭) শীর্ষ বৈঠকে যোগ দিতে রওনা দেয়ার আগে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এটা করার আমার পূর্ণ অধিকার রয়েছে, তবে আমি দেখব, এটা কিভাবে নেয়া হয়।’ পরে ব্যাখ্যা করেন, তিনি ১৯৭৭ ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস এ্যাক্টের (আইইইপিএ) উল্লেখ করেন। -ওয়েবসাইট
×