ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোদিকে আমিরাতের সম্মাননার নিন্দা জানাল কাশ্মীরী গ্রুপ

প্রকাশিত: ০৮:৪০, ২৬ আগস্ট ২০১৯

 মোদিকে আমিরাতের সম্মাননার  নিন্দা জানাল কাশ্মীরী গ্রুপ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘অর্ডার অব জায়েদ’ পাওয়ায় কাশ্মীর ভিত্তিক গ্রুপ ‘এপিএইচসি’ কঠোর সমালোচনা করেছে। রবিবার সংস্থাটি বলেছে, কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী কাশ্মীরের জনসংখ্যাগত বৈশিষ্ট্য বদলে দিতে চান। তাই তাকে ‘অর্ডার অব জায়েদ’ পুরষ্কার দেয়ায় সংযুক্ত আরব আমিরাতের মানুষের মনের কথা প্রতিফলিত হয়নি। কাশ্মীর ভিত্তিক একটি জনপ্রিয় সংগঠন এই ঘটনার প্রতিবাদে শনিবার বিক্ষোভ সমাবেশ করে। সংগঠনটি বলেছে, সংযুক্ত আরব আমিরাত মোদিকে এই ‘অর্ডার অব জায়েদ’ পুরষ্কার দেয়ায় তারা হতাশ হয়েছে। আরব আমিরাতের এই পদক্ষেপ সকল মুসলিম উম্মাহর জন্য বিব্রতকর। এপিএইচসি-এর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর শাখার একজন মুখপাত্র বলেন, মোদি কাশ্মীরকে দ্বিখন্ডিত করেছেন তারপরও আরব আমিরাত তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক খেতাব দিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ড অনলাইনের।
×