ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ৪তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৩:৪৮, ২৫ আগস্ট ২০১৯

মাদারীপুরে ৪তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাদারীপর ॥ মাদারীপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ইউসুফ ফিলিং স্টেশন সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে মনির হোসেন (২৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মনির সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া এলাকার (মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মী) শামচু শেখের ছেলে। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামের শামচু শেখের ছেলে মনির হোসেন শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ইউসুফ ফিলিং স্টেশন সংলগ্ন ফয়সাল ট্রেডার্স নামের এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনের চারতলায় ছাদের সেন্টারিংয়ের কাজ করছিল। সেন্টারিংয়ের কাজ করা অবস্থায় হঠাৎ করে বাঁশ ও কাঠের তৈরী মাঁচান ভেঙে নিচে পড়ে যায় মনির। এ সময় তার অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মনির প্রায় ১২ বছর ধরে রাজ মিস্ত্রীর কাজ করে আসছিল। মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মাহবুব আবির বলেন, ‘একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে পড়া এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। আমরা চেকআপ করে দেখি সে মারা গেছে। তার মাথায় প্রচন্ড জখম হয়েছিল।’
×