ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিষয় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি;###;মোঃ রাছেল রানা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ১৩:১১, ২৫ আগস্ট ২০১৯

নবম-দশম শ্রেণির পড়াশোনা

সহকারী শিক্ষক (আইসিটি) কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। মোবাইল -০১৭১১৯০১০৯৫ বহু নির্বাচনী গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয়- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ সময়- ২৫ মিনিট, পূর্ণমান-২৫ [বিশেষ দ্রষ্টব্য : বহু নির্বাচনী প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণ সংবলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি () কালো বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করতে হবে। প্রশ্নে কোন প্রকার দাগ বা টিহ্ন দেয়া যাবে না এমনকি একাধিক বৃত্ত ভরাট করা যাবে না। প্রতিটি প্রশ্নের মান ১ (এক)] ১. প্রকৃত ডিজিটাল বাংলাদেশ গড়তে কারা অগ্রণী ভূমিকা পালন করনে? (ক) বন্ধুরা (খ) নতুন প্রজন্ম (গ) বুদ্ধিজীবী (ঘ) রাষ্ট্র ২. বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকেট সংগ্রহে নতুন ধরনের যে সেবা চালু হয়েছে তার নাম কী? (ক) ই-টিকেটিং (খ) ই-কমার্স (গ) রেলওয়ে সার্ভিস (ঘ) ডিজিটাল রেলওয়ে সেবা ৩. ঊ-ষবধৎহরহম ব্যবস্থায়- (ক) বিজ্ঞানের বীঢ়বৎরসবহঃ করা যায় (খ) কোর্স অনলাইনে পাওয়া যায় (গ) ভিডিও দেখা যায় (ঘ) উপরের সবগুলো ৪. ইউনিয়ন ইনফরমেশন সেন্টারের সঙ্গে নিচের কোনটি সংযোগ করা হয়েছে? (ক) উরংঃৎরপঃ ওহভড়ৎসধঃরড়হ ঈবষষ (খ) ঘধঃরড়হধষ ওহভড়ৎসধঃরড়হ ঈবষষ (গ) উভয়ই (ঘ) কোনটিই নয় ৫. বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে কোন নতুন রূপে দেখার উদ্যোগ গ্রহণ করেছে? (ক) কম্পিউটার প্রস্তুত দেশ (খ) আইটি বাংলাদেশ (গ) আধুনিক বাংলাদেশ (ঘ) ডিজিটাল বাংলাদেশ ৬. বিনোদন সৃষ্টির ব্যাপারে কোনটির বড় ভূমিকা রয়েছে? (ক) টেলিভিশন (খ) তথ্যপ্রযুক্তি (গ) বিনোদন প্রত্রিকা (ঘ) স্মার্ট ফোন ৭. বিনোদন এখন বহুমুখী কোনটির প্রভাবে? (ক) তথ্য (খ) ইন্টারনেট (গ) তথ্যপ্রযুক্তি (ঘ) মোবাইল ফোন ৮. টুইটার ও ফেসবুকের মধ্যে মূল মিলটি কোথায়? (ক) এ দুটি ই-মেল সাইট (খ) এতে ভিডিও আপলোড করা যায় না (গ) এরা উভায়ই সামাজিক যোগাযোগের মাধ্যম (ঘ) এদের ব্যবহারকারীকে নেটিজেন বলা হয় ৯. টুইটার ওয়েব অ্যাড্রেস কোনটি? (ক) িি.িঃরিঃবৎ.ড়ৎম (খ) িি.িঃরিঃবৎ.পড়স (গ) িি.িঃরিঃ.পড়স (ঘ) িি.িঃরিঃঃবৎ.পড়স ১০. বাংলাদেশের কর্মীদের দেশের বাইরে সফলভাবে কর্মক্ষেত্র তৈরি করতে কোন বিষয়ে অবশ্যই দক্ষতা অর্জন প্রয়োজন? (ক) ইঁংরহবংং (খ) ওঈঞ (গ) ওহঃবৎহবঃ (ঘ) ডবন ইৎড়ংিরহম ১১. ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্যকে কী বলা হয়? (ক) ই-পর্চা (খ) ই-গর্বন্যান্স (গ) ই-বাণিজ্য (ঘ) ই-বিজনেস ১২. ই-স্বাস্থ্যসেবা কোনটির অন্তর্ভক্ত? (ক) ই-কমার্স (খ) ই-গর্বন্যান্স (গ) ই-সেবা (ঘ) ই-পুজি ১৩. দেশের প্রায় সকল ডাকঘরে টাকা টাকা পাঠানোর জন্য কোন সুবিধাটি পাওয়া যায়? (ক) ডাক পাঠানো (খ) ঊষবপঃৎড়হরপ গড়হবু ঞৎধহংভবৎ ঝুংঃবস (গ) অঞগ (ঘ) গড়হবু ঊীপযধহমব ১৪. পৃথিবীর সম্পদ হচ্ছে- (ক) জ্ঞান (খ) সাধারণ মানুষ (গ) রোবট (ঘ) অর্থ ১৫. ই-সার্ভিস হলো- (ক) চিকিৎসা প্রদান (খ) সুশাসন প্রতিষ্ঠা (গ) ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদান (ঘ) ইলেকট্রনিক সুশাসন প্রতিষ্ঠা ১৬. নাগরিকরা নিজেদের সুবিধাজনক সময়ে সেবা গ্রহণ করতে পারে কোনটির মাধ্যমে? (ক) মোবাইল টিকেটিং (খ) ই-কমার্স (গ) ই-গর্বন্যান্স (ঘ) ইন্টারনেট ১৭. সুশাসনের জন্য দরকার- (ক) অবস্থান (খ) আধুনিক ব্যবস্থা (গ) অস্বচ্ছতা (ঘ) স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা ১৮. মার্ক জাকারবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? (ক) হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (খ) বোস্টন বিশ্ববিদ্যালয় (গ) মিসর বিশ্ববিদ্যালয় (ঘ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ১৯. অৎঢ়ধহবঃ (ক) একটি নেটওয়ার্কের নাম (খ) প্রোগ্রাম (গ) ইন্টারনেট (ঘ) মডেম ২০. চালর্স ব্যাবেজের তৈরিকৃত গণনাযন্ত্রটির নাম কী? (ক) অৎঢ়ধহবঃ (খ) ঈধষপঁষধঃড়ৎ (গ) উরভভবৎবহপব ঊহমরহব ধহফ অহধষুঃরপধষ ঊহমরহব (ঘ) গরপৎড়বষবপঃৎড়হরপং ২১. পৃথিবীর সম্পদ মানুষই- র. জ্ঞান সৃষ্টি করতে পারে রর. জ্ঞান ধারণ করতে পারে ররর. জ্ঞান ব্যবহার করতে পারে নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র ও রর ও ররর ২২. ই-গবর্ন্যান্স সেবার উদাহরণ হলো- র. শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইলে আবেদন রর. ই-সেবাকেন্দ্র ররর. মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদান নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র ও রর ও ররর ২৩. ই-গবর্ন্যান্স বলতে কী বোঝায়? (ক) এনালগ পদ্ধতির প্রয়োগ (খ) চিকিৎসা সেবা প্রদান (গ) শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ (ঘ) আধুনিক পদ্ধতি গ্রহণ মায়া ও ছায়া দুই বোন একটি কম্পিউটার ম্যাগাজিন পড়ছিল ম্যাগাজিনে কয়েকজন বিখ্যাত কম্পিউটারবিদদের জীবনী দেয়া আছে হঠাৎ মায়া ছায়াকে একটি ছবি দেখিয়ে প্রশ্ন করল ইনি কে? ছায়া প্রশ্নের জবাবে বলল, তিনি একজন প্রোগ্রামিং ধারণার প্রবর্তক। ২৪. ছবির ব্যক্তিটির নাম কী? (ক) রোনাল্ড ওয়েনে (খ) মার্কিন (গ) এ্যাডা লাভলেস (ঘ) ম্যাক্সওয়েল ২৫. চালর্স ব্যাবেজের দিকে তিনি যেভাবে সহায়তার হাত বারিয়ে দিয়েছিলেন- র. ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিন তৈরিতে সহায়তা করেন রর. ব্যাবেজের ইঞ্জিনের বিভিন্ন ধাপের বর্ণনা করেন ররর. ব্যাবেজের ইঞ্জিনের জন্য প্রোগ্রামিং ধারণা ব্যাখ্যা করেন নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র ও রর ও ররর
×