ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ন্যু ক্যাম্পে কাতালানদের প্রতিপক্ষ আজ রিয়াল বেটিস

মেসিকে নিয়েই মাঠে নামবে বার্সিলোনা

প্রকাশিত: ১২:৪৪, ২৫ আগস্ট ২০১৯

মেসিকে নিয়েই মাঠে নামবে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় টানা দুইবারের শিরোপা জিতেছে বার্সিলোনা। এবারও কাতালান ক্লাবটির মূল লক্ষ্য আধিপত্য বজায় রাখা। দলবদলের দিকে তাকালেই সেই ইঙ্গিতটা সুস্পষ্ট হয়ে ওঠে। কিন্তু নতুন মৌসুমের শুরুটা মোটেও ভাল করতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচেই যে হেরে যায় বার্সিলোনা। এ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরে নতুন মৌসুম শুরু করে আর্নেস্তো ভালভার্ডের দল। গত এক দশকের মধ্যে যা প্রথম ঘটনা। এর আগে গত ১০ বছরে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে কখনই হার দেখেনি কাতালান ক্লাবটি। লীগের দ্বিতীয় ম্যাচে আজ আবারও মাঠে নামছে বার্সিলোনা। প্রতিপক্ষ রিয়াল বেটিস। ন্যুক্যাম্পে রিয়াল বেটিসকে আজ স্বাগত জানাবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচের আগে তাই বেশ সতর্ক বার্সিলোনার কোচ আর্নেস্তো ভালভার্ডে। শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে চান তিনি। অর্থাৎ মেসির খেলাটা প্রায় নিশ্চিত। পায়ের পেশিতে চোট পাওয়ার কারণে লীগের প্রথম ম্যাচে খেলতে পারেননি বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার। মেসিকে ছাড়া বার্সা একটা গোলও দিতে পারেনি। দলের অধিনায়ক ছাড়া বার্সিলোনা যে কতটা অসহায় তা লীগের প্রথম ম্যাচেই দেখা গেছে। সে জন্যই ন্যুক্যাম্পে মেসির প্রয়োজনীতাটা বেড়ে গেছে বহুগুণে। চোট-শঙ্কা দূর করে মেসিও নিজেকে প্রস্তুত করে নিয়েছেন ইতোমধ্যে। তবে মেসি কী শুরু থেকেই খেলবেন নাকি সাইডবেঞ্চে বসিয়ে রেখে মাঝপথে নামাবেন কোচ? সে বিষয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত করে কিছুই জানায়নি কাতালান ক্লাবটি। কিন্তু লুইস সুয়ারেজ আর ওসামন ডেম্বেলের চোটের কারণে তার দলে ফেরাটা বাধ্যতামূলকভাবেই দেখছেন অনেকে। আবার মৌসুমের শুরুতে পুরো ৯০ মিনিট এলএম টেনের মাঠে থাকাটাকেও অপ্রয়োজনীয় বলে মনে করছেন কেউ কেউ। তবে রিয়াল বেটিসের বিপক্ষে মেসির পারফর্মেন্স দুর্দান্ত। গত মার্চে এই বেটিসের মাঠে হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই ম্যাচে বার্সাও জিতেছিল ৪-১ গোলে। মেসির সেই তিন গোলের একটি আবার এবার পুসকাস পুরস্কারের জন্যও মনোনীত হয়েছে। এ জন্য মেসির ফেরা নিয়ে রিয়াল বেটিসও বেশ চিন্তিত। ম্যাচের আগে বেটিসের কোচ রুবি তো অনেকটা মজা করেই বলে দিয়েছেন, ঠা-া লেগে মেসি এই ম্যাচ মিস করুক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় মেসি শুরু থেকেই খেলবে। আমি চাই মেসির ঠা-া লাগুক। ইনজুরি নয়, ঠা-া লেগে সে যেন খেলতে না পারে।’ তবে বার্সার মাঠে বেটিসের সুখস্মৃতিটা বেশ তরতাজা। গত মৌসুমেই বার্সার মাঠে মেসিদের হারিয়ে দিয়েছিল তারা। সেই ম্যাচে রিয়াল বেটিস ৪-৩ গোলে জিতেছিল। মেসি জোড়া গোল করেও দলকে বাঁচাতে পারেননি। যে কারণেই প্রতিপক্ষকে ‘অতিরিক্ত সম্মান’ দেখাতে চান না বেটিস কোচ। এ প্রসঙ্গে রুবি বলেন, ‘আপনি যদি অতিরিক্ত সম্মান দেখান তাহলে ১-০ গোলে হেরে যাবেন। আপনাকে সাহসী হতে হবে। তবে নির্বোধের মতো কিছু করা যাবে না, কারণ তারা এটার ফায়দা নেবে।’ বার্সিলোনার মতো রিয়াল বেটিসের শুরুটাও এবার ভাল হয়নি। লীগ শুরু করেছে রিয়াল ভায়োদোলিদের কাছে ২-১ গোলের হার দিয়ে। তারা গত মৌসুম শেষ করেছিল পয়েন্ট টেবিলের দশ নম্বরে থেকে। বার্সিলোনা-রিয়াল বেটিস ছাড়াও আরও তিনটি ম্যাচ রয়েছে আজ লা লিগায়। আলভেস স্বাগত জানাবে এস্পানিওলকে। মায়োর্কা সফর করবে রিয়াল সোসিয়েদাদের। এছাড়া লেগানেসের মুখোমুখি হবে এ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে সেভিয়া। দুই ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ তাদের। সেভিয়া ছাড়া দুটি করে ম্যাচ খেলেছে লেভান্তে, ভিয়ারিয়াল এবং গ্রানাডা। সেভিয়ার পরেই রয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সিলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও এবার শিরোপা পুনরুদ্ধার করতে মরিয়া। সেই লক্ষ্যে জয় দিয়েই ২০১৯-২০ মৌসুমের মিশন শুরু করেছে জিনেদিন জিদানের দল।
×