ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ছাত্রীকে ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ১২:৩০, ২৫ আগস্ট ২০১৯

সোনারগাঁয়ে ছাত্রীকে ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ের চাঁন্দেরপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণীর এক ছাত্রী (১৪)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক ওবায়দুল হক উজ্জল(২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে শনিবার দুপুরে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছে। জানা গেছে, উপজেলার বারদী এলাকায় অবস্থিত একটি হাইস্কুলের ৭ম শেণীর ছাত্রীর ওবায়দু হক উজ্জলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে উজ্জল ওই ছাত্রীকে বিয়ে করবে বলে সাদা কাগজে স্বাক্ষর নেয় এবং বিভিন্ন সময় ধর্ষণ করে। সর্বশেষ গত ১৫ মে সন্ধ্যায় দৌলরদী পরাননগর গ্রামের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বিয়ের জন্য উজ্জলকে চাপ দিলে বিয়ে করবে না বলে সে সাফ জানিয়ে দেয়। চৌগাছায় শিশু শ্রেণীর শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের চৌগাছায় খেলার সময় তুলে নিয়ে শিশু শ্রেণীর শিক্ষার্থীকে (৬) ধর্ষণ করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। শনিবার বিকেল তিনটার পরে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের দেবালয় গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষক শিব রায় (১৯) একই গ্রামের সুকুমার রায়ের ছেলে। শিশুটির মা ও দাদি জানান, শিশুটি পাশের গ্রাম খড়িঞ্চা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। মেয়েটির পিতা ভারতে থাকেন। শনিবার নন্দা নামে একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে অন্য শিশুদের সঙ্গে বাড়ির বাইরে খেলা করছিল। আর মেয়েটির মা পাশের একটি মন্দিরে পূজা-অর্চনায় গিয়েছিলেন। হঠাৎ শিশুটি কাঁদতে কাঁদতে দৌড়ে বাড়ির দিকে আসলে শিশুটির মা কোলে নিয়ে রক্তক্ষরণ হতে দেখলে শিশুটির কাছে জানতে চাইলে সে জানায়, একই গ্রামের সুকুমারের পুত্র শিব রায় (১৯) তাকে কষ্ট দিয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ভারতে পাচার করা নারীকে ফেরত পাঠাল বিএসএফ স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ভারতে পাচার হওয়া ববিতা নামে এক বাংলাদেশী নারীকে ফেরত পাঠিয়েছে বিএসএফ। শনিবার দুপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেনাপোল-পেট্রাপোল চেকপোস্টে তাকে বিজিবির হাতে তুলে দেয়। এসময় ইমিগ্রেশন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে যশোরের একটি এনজিও তাকে পরিবারের কাছে পৌঁছে দিতে নিজেদের জিম্মায় নিয়েছে। ফেরত আসা নারী নীলফামারী সদর উপজেলার বাসিন্দা। ববিতা জানান, ভাল কাজের কথা বলে তাকে সীমান্তপথে ভারতে নিয়ে যায়। পরে দালালরা তাকে হাওড়া স্টেশনে ফেলে পালিয়ে যায়।
×