ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধের দাবি

প্রকাশিত: ১২:২৯, ২৫ আগস্ট ২০১৯

দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধের দাবি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৪ আগস্ট ॥ দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে শনিবার জেলার মহাদেবপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সচেতন নাগরিক সমাজ। এদিন সকালে প্রায় ২ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন। বক্তব্য রাখেন, স্থানীয় চান্দাস কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান ও দাদন ব্যবসায়ীদের হাতে নিঃস্ব কয়েক নারী-পুরুষ। বক্তারা বলেন, কিছুদিন ধরে মহাদেবপুর, নওগাঁ সদর, মান্দার সতিহাটসহ জেলাজুড়ে সুদখোর দাদন ব্যবসায়ীরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। নিয়মনীতি ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইচ্ছামতো সুদ ধার্য করছেন তারা। শুধু তাই নয়, ব্যাংকের ফাঁকা চেক ও জমির দলিলের বিনিময়ে টাকা দিচ্ছেন তারা। এরপর টাকা পরিশোধ হলেও আরও টাকার লোভে ওইসব ফাঁকা চেকে নিজেদের ইচ্ছামতো টাকার অঙ্ক বসিয়ে মামলা করে ঋণ গ্রহীতাকে জিম্মি করে টাকা ও জমি হাতিয়ে নিচ্ছেন। বিশেষ করে সমাজের নিম্ন আয়ের মানুষ আরও বেশি ক্ষতিগ্রস্ত তথা নিঃস্ব হচ্ছেন। কেউ কেউ সুদাখোরদের চাপ সামলাতে না পেরে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। ইতোমধ্যেই বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, সহায়সম্পদ ফেলে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। সমাজের এমন সমস্যা থেকে নিস্তার পেতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন আন্দোলনকারীরা।
×