ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

প্রকাশিত: ১২:২৭, ২৫ আগস্ট ২০১৯

বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর টুটপাড়ায় হাবিব লাইলী স্কুলে শনিবার বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। জার্মান এ্যাম্বাসির সহযোগিতায় খ্রীস্টান সার্ভিস সোসাইটি (সিএসএস) পরিচালিত রেভাঃ আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল এ চক্ষুশিবিরের আয়োজন করে। সকালে প্রধান অতিথি হিসেবে এই চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, যাদের চোখের আলো নিভে যাচ্ছে তাদের সেবায় এগিয়ে আসা মহৎ কাজ। সাধ্যানুসারে অসহায় দুস্থ মানুষকে সাহায্য সহযোগিতা করা আমাদের কর্তব্য। সবুজমেলা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর আউটার স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আয়োজন করেছে সবুজমেলার। পনেরো দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিলোত্তমা চট্টগ্রাম নামে একটি সংগঠনের সহযোগিতায় এ সবুজমেলায় নার্সারি ছাড়াও কুটির, মৃৎশিল্প, হার্বাল পণ্য, ফাস্ট ফুড ইত্যাদির স্টল আছে। মেলামঞ্চে প্রতিদিন বিশেষজ্ঞদের সমন্বয়ে পরিবেশ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত থাকবে।
×