ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে ইয়াসমিন ট্র্যাজেডি দিবস পালন

প্রকাশিত: ১২:২৭, ২৫ আগস্ট ২০১৯

দিনাজপুরে ইয়াসমিন ট্র্যাজেডি দিবস পালন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ইয়াসমিন ট্র্র্যাজেডি ও নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার দুপুর ১২টায় দশমাইল মোড়ে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, সাংগঠনিক সম্পাদক মনোয়ারা সানু, আন্দোলন সম্পাদক গৌরী রায় বক্তব্য রাখেন। এদিকে দিবসটি উপলক্ষে ইয়াসমিনের মা শরিফা বেগম বাড়িতে দোয়া খায়েরের আয়োজন করেন। জানা যায়, ১৯৯৫ সালের এই দিনে কতিপয় বিপথগামী পুলিশ সদস্যের ধর্ষণ ও হত্যার শিকার হন কিশোরী ইয়াসমিন। এর প্রতিবাদ করতে গিয়ে বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরের মানুষ। বিক্ষুব্ধ জনতার ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে নিহত হয় ৫ জন। সেদিন থেকেই সারাদেশে দিবসটি পালিত হয়ে আসছে ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে। ১৯৯৫ সালের ২৪ আগস্ট। দীর্ঘদিন পর মাকে দেখার জন্য ঢাকা থেকে দিনাজপুরে ফিরছিল কিশোরী ইয়াসমিন। কিন্তু দিনাজপুরের কোচে না উঠতে পেরে সে পঞ্চগড়গামী একটি কোচে ওঠায় কোচের লোকজন তাকে দশমাইল নামিয়ে দিয়ে সেখানকার চায়ের দোকানে জিম্মায় দেয়। ওই চায়ের দোকানে একটি পুলিশের ভ্যান এসে প্রায় জোরপূর্বক নিয়ে যায় কিশোরী ইয়াসমিনকে। ওইসব পুলিশ সদস্য নিরাপদে ইয়াসমিনকে দিনাজপুর শহরে মায়ের কাছে পৌঁছে দেয়ার কথা বলে। কিন্তু রক্ষক হয়ে পুলিশ ভক্ষক সেজে পথিমধ্যে পুলিশভ্যানের ভেতরেই কিশোরী ইয়াসমিনকে উপর্যুপরি ধর্ষণ করে হত্যা করে। পরে তার লাশ রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনার পরের দিন লাশ পেয়ে প্রথমে দশমাইল এলাকায় প্রতিবাদ সমাবেশ হয়। পরে তা ধীরে ধীরে আন্দোলনের রূপ ধারণ করে। পুলিশের এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদ জানাতে শান্ত দিনাজপুরবাসী হয়ে ওঠে অশান্ত। বিক্ষোভে ফেটে পড়ে গোটা দিনাজপুরের মানুষ।
×