ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নের্তৃত্বে অর্থনৈতিক মুক্তি লাভ ॥ শাহরিয়ার

প্রকাশিত: ১২:২৫, ২৫ আগস্ট ২০১৯

শেখ হাসিনার নের্তৃত্বে অর্থনৈতিক মুক্তি লাভ ॥ শাহরিয়ার

স্টাফ রিপোর্র্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি। এখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তিলাভ করেছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে ধাপে ধাপে উন্নয়নের শীর্ষে নিয়ে যাচ্ছেন। এ জন্য সবাইকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শনিবার দুপুরে চারঘাট উপজেলায় ২ কোটি ২৩ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক, বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের পরিচালক নাজিরুল ইসলাম, পৌর শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সানিউল হক, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন প্রমুখ। ছিনতাইকৃত অটো রিক্সা উদ্ধার দাবিতে বিক্ষোভ ॥ চেয়ারম্যান অবরুদ্ধ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৪ আগস্ট ॥ বড়বাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার দুপুরে শতাধিক জনতা ছিনতাই হয়ে যাওয়া অটোরিক্সা উদ্ধারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় ইউপি চেয়ারম্যান ইয়াছিন মোল্লাকে জনতা পরিষদের কক্ষে অবরুদ্ধ করে রাখে। জানা গেছে, গত ১৯ আগস্ট বিকেলে বড়বাড়ি হতে একটি অটোরিক্সা ছিনতাই হয়। ছিনতাইকারীরা অটো চালক বাবুকে (২৪) এলোপাতাড়ি কুপিয়ে অটোটি নিয়ে যায়। আহত অটো চালাক জেলা সদরের বড়বাড়ি ইউনিয়নের জয়হরি গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়। পুলিশ শুক্রবার বিকেলে বিপুল পরিমাণ ইয়াবাসহ অটো ছিনতাইয়ের প্রধান আসামি মাসুমকে আটক করে। আটক মাসুদ জেলা সদরের বড়বাড়ি ইউনিয়নের সুপরাজি গ্রামের মাদক বিক্রেতা গোলে বেগম ও আব্দুল মজিদের ছেলে। জনতার দাবি আটক অটো ছিনতাইয়ের আসামি মাসুদের কাছ হতে আটোটি পুলিশের সহযোগিতায় চেয়ারম্যান ইয়াছিন মোল্লা উদ্ধার করে দিবে। কিন্তু চেয়ারম্যান ছিনতাইকারীর পক্ষ নিয়ে পুলিশকে প্রভাবিত করে।
×