ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বাঙালী জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ॥ এইচটি ইমাম

প্রকাশিত: ১২:২৫, ২৫ আগস্ট ২০১৯

 বঙ্গবন্ধু বাঙালী জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ॥ এইচটি ইমাম

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, বাঙালী জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বাঙালী জনগোষ্ঠীকে জাতিসত্তা সম্পর্কে শুধু সচেতনই করেননি এবং তিনি তাদের স্বাধীনতার স্বপ্নও দেখিয়েছেন। এটাই বঙ্গবন্ধুর সবচেয়ে বড় কৃতিত্ব। বঙ্গবন্ধু এমন কিছু করে গেছেন যা অন্য কোন বাঙালী করতে পারেনি। তিনি একটি স্বাধীন জাতি রাষ্ট্র দিয়েছেন। এই জাতি রাষ্ট্রকে তিনি ধীরে ধীরে গড়ে তুলেছেন। শনিবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, বাংলাদেশ কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়নের সমন্নয়কারী ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ইউসুফ হারুন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু একটি লক্ষ্যকে সামনে নিয়ে বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আর তাঁর সে লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা।
×