ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকার ব্যর্থ ॥ ফখরুল

প্রকাশিত: ১২:২৪, ২৫ আগস্ট ২০১৯

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকার ব্যর্থ ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে সরকার পুরোপুরিভাবে মিয়ানমারের কাছে নতি স্বীকার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর ক্ষেত্রে কোন কাজ না করে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মিয়ানমারের যে ফর্মুলা, তাদের যে ইচ্ছা সেটাকে পূরণ করার জন্য সরকার কাজ করছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সরকারের ব্যর্থতাও দায়ী। আমরা যেটা লক্ষ্য করেছি- আসলে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল বলেন, সর্বশেষ যে সাড়ে তিন হাজার রোহিঙ্গা শরাণার্থীদের প্রত্যাবাসনের জন্য ব্যবস্থা নিয়েছিলে তার সমাধান হয়নি অর্থাৎ রোহিঙ্গাদের নাগরিকত্ব, তাদের নিরাপত্তা, তাদের নিজের সম্পত্তির মালিক হয়ে বাসভূমিতে ফিরে যাওয়া, তাদের সম্পত্তির মালিক হওয়া-এই বিষয়েগুলো নিশ্চিত হয়নি বলেই আস্থার অভাবে রোহিঙ্গারা চলে যায়নি।
×