ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিশ বাদল ও তিন ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ১২:২২, ২৫ আগস্ট ২০১৯

ডিশ বাদল ও তিন ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় র‌্যাবের পৃথক অভিযানে মিরপুর থেকে শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের ঘনিষ্ঠ সহযোগী পেশাদার অপরাধী আবু হানিফ বাদল ওরফে ডিশ বাদল ও যাত্রাবাড়ী থেকে তিন ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-৪ এর একটি দল ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে অস্ত্র-গুলিসহ বাদলকে (৩৮) গ্রেফতার করে। র‌্যাব-৪ জানায়, ডিশ বাদল মিরপুরের কুখ্যাত সন্ত্রাসী শাহাদাত বাহিনীর চাঁদার টাকা উঠানোর কাজ করত। ডিশ বাদল বিভিন্ন ব্যবসায়ীর নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে ভারতে থাকা শাহাদাতের কাছে পাঠাত। শাহাদাত ও তার সহযোগী সন্ত্রাসী বাচ্চু ওইসব ব্যবসায়ীর কাছে ফোন করে চাঁদা দাবি করত। চাঁদার টাকা তুলে ডিশ বাদল হুন্ডির মাধ্যমে শাহাদাতের কাছে পাঠাত। বহু মামলার পলাতক আসামি ছিল ডিশ বাদল। এদিকে র‌্যাব-১০ এর একটি দল শুক্রবার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা অপারেশন রাজধানীর ইসলামী ব্যাংক স্পেশালাইজড এ্যান্ড জেনারেল হাসপাতাল নয়াপল্টনের উদ্যোগে প্রতিষ্ঠানটিতে আগামী ৩০ আগস্ট সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিশিষ্ট প্লাস্টিক সার্জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডা. সৈয়দ শামসুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ দল রোগীদের অপারেশন করবেন। এজন্য অপারেশনে আগ্রহী রোগীদের ২৯ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। -বিজ্ঞপ্তি
×