ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাকে গ্রেফতারের প্রস্তুতি

প্রকাশিত: ১২:২১, ২৫ আগস্ট ২০১৯

সিটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাকে গ্রেফতারের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার ॥ যে কোন সময় গ্রেফতার করা হতে পারে সিটি ব্যাংকের বহুল আলোচিত চাকরিচ্যুত সহকারী ভাইস প্রেসিডেন্ট মনিরা সুলতানা পপিকে। সিটি ব্যাংক কর্তৃপক্ষের দায়েরকৃত পাঁচ কোটি টাকার চাঁদা দাবির মামলায় তাকে গ্রেফতারের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। গত ২১ আগস্ট দি সিটি ব্যাংক থেকে চাকরিচ্যুত ভাইস প্রেসিডেন্ট মনিরা সুলতানা পপির বিরুদ্ধে পাঁচ কোটি টাকা চাঁদা দাবির মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কোর্ট অপারেশন এ কে এম আইয়ুব উল্যা বাদী হয়ে রাজধানীর গুলশান মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, সিটি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইনের ব্যক্তিগত সহকারী মনিরা সুলতানা পপির বিরুদ্ধে শৃঙ্খলা-বিরোধী বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। এমন অভিযোগের প্রেক্ষিতে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর পে-রোল ব্যাংকিং বিভাগে তাকে বদলি করা হয়। বদলির পর থেকে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকেন। ব্যাংকের নিয়ম ও প্রচলিত আইন অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ তাকে তিনবার রেজিস্ট্রিকৃত ডাকযোগে নোটিস পাঠায়। এরপরও কর্মস্থলে যোগদান না করায় এবং অনুপস্থিত থাকায় স্বয়ংক্রিয়ভাবে মনিরা সুলতানা পপি চাকরি থেকে অব্যাহতি পান। এজাহারে আরও বলা হয়, ব্যাংকের তদন্তে প্রমাণিত হয় মনিরা সুলতানা পপি সিটি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত থাকা অবস্থায় নিজস্ব প্রভাব খাটিয়ে ২৫০ দিন নিয়ম-বহির্ভূতভাবে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ব্যাংকের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। সিটি ব্যাংকের একাধিক চালকের লিখিত জবানবন্দীতে জানা যায়, এ সকল গাড়ি তিনি বিভিন্ন আপত্তিকর কর্মকা-ে ব্যবহার করেন মনিরা। গত ১৮ আগস্ট ব্যাংকের হেড অব এইচআর অপারেশন ও জিএডি বিভাগের কর্মকর্তাকে ডেকে নগদ ৫ কোটি টাকা ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদানের দাবি করেন মনিরা সুলতানা পপি।
×