ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদার মুক্তি আন্দোলন দানা বাঁধছে ॥ সেলিমা

প্রকাশিত: ১২:২০, ২৫ আগস্ট ২০১৯

খালেদার মুক্তি আন্দোলন দানা বাঁধছে ॥ সেলিমা

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, মুক্তি না দিলে রাজপথে দুর্বার আন্দোলন হবে। তাঁকে মুক্ত করতে দেশব্যাপী আন্দোলনের দানা বাঁধছে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেলিমা রহমান বলেন, দেশে এখন বিচার বলতে কোন কিছু নেই। আমরা দেখছি খালেদা জিয়ার মামলা জামিনযোগ্য হওয়া সত্ত্বেও তাকে জামিন দেয়া হচ্ছে না। কারণ, বিচার বিভাগ সরকারের হাতে বন্দী। বিচারকদের জামিন দেয়ার কোন স্বাধীনতা নেই। বিভিন্ন মামলায় জড়িয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী আদালতে দৌড়াচ্ছে। তাদের মামলায় জামিন না দিয়ে আটকে রাখছে। সেলিমা রহমান বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। কারণ বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ক্ষমতা দখল করে বসে আছে। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা ‘গণতন্ত্রের মাতা’ খালেদা জিয়াকে জোর করে কারাগারে আটক করে রেখেছে। শুধু তাই নয় তারা জনগণের ওপর অত্যাচারের স্টিমরোলার চালিয়ে যাচ্ছে। তারা জনগণকে কথা বলতে দিচ্ছে না। দেশে নারী ও শিশু নির্যাতর বেড়ে গেছে। এ অবস্থার অবসানে দেশের সকল নারী সমাজকে আন্দোলনের জন্য রাজপথে নেমে আসতে হবে। সেলিমা রহমান বলেন, সরকার আমাদের আইনী অধিকার নিতে দিচ্ছে না।
×