ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইর পিই রেশিও বেড়েছে

প্রকাশিত: ১২:২০, ২৫ আগস্ট ২০১৯

ডিএসইর পিই রেশিও  বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসে দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের উত্থান হয়। সেই সঙ্গে দাম বাড়ে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ারবাজারে উত্থান হওয়া ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্সসহ বাকি দুটি সূচকও বেড়েছে। সূচকের এ উত্থানের মধ্যে বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ৬০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত অর্ধ শতাংশের ওপরে বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৩ দশমিক ৭৩ পয়েন্টে। যা সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষেও দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮১ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত বেড়েছে দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ। খাতভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, বরাবরের মতো সব থেকে কম পিই রেশিও রয়েছে ব্যাংক খাতের। সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৬৬ পয়েন্টে। দ্বিতীয় স্থানে থাকা টেলিযোগাযোগ খাতের পিই রেশিও ১২ দশমিক শূন্য ৫ পয়েন্টে অবস্থান করছে। এর পরেই রয়েছে বীমা খাত। এ খাতের পিই রেশিও অবস্থান করছে ১৩ দশমিক ৫৪ পয়েন্টে। এ ছাড়া বিদ্যুত ও জ্বালানি খাতের পিই রেশিও ১৩ দশমিক ৮৪ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৫ দশমিক ১৮ পয়েন্টে, বস্ত্র খাতের ১৫ দশমিক ৯৩ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৬ দশমিক ৮৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮ দশমিক ১৪ পয়েন্টে, তথ্য প্রযুক্তি খাতের ১৯ দশমিক ২৫ পয়েন্টে এবং আর্থিক খাতের ১৯ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করছে। বাকি খাতগুলোর পিইও রেশিও ২০ পয়েন্টের ওপরে। এর মধ্যে - ভ্রমণ ও অবকাশ খাতের ২১ দশমিক ২৩ পয়েন্টে, সিরামিক খাতের ২১ দশমিক ৮২ পয়েন্টে, চামড়া খাতের ২৩ দশমিক শূন্য ১ পয়েন্টে, বিবিধ খাতের ২৪ দশমিক ৭৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৮ দশমিক ৫৮ পয়েন্টে, পেপার খাতের ৩৩ দশমিক ৮১ পয়েন্টে এবং পাট খাতের পিই ৪৫২ দশমিক ৬৯ পয়েন্ট থেকে বেড়ে ৪৮৩ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে।
×