ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় সরকারি দুই হাসপাতালের ৯ ডাক্তারকে শোকজ

প্রকাশিত: ১২:১৪, ২৫ আগস্ট ২০১৯

কুমিল্লায় সরকারি দুই হাসপাতালের ৯ ডাক্তারকে শোকজ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৪ আগস্ট ॥ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার ঘোষিত স্বাস্থ্যসেবার চালচিত্র সরেজমিন দেখতে বৃহস্পতিবার সাংবাদিকদের পরিদর্শন এবং এ নিয়ে শনিবার দৈনিক জনকণ্ঠে প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট মহলে তোলপাড় চলছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে সাংবাদিকরা খোঁজখবর নেয়ার পর ওই দুই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নয় ডাক্তারকে বিলম্বে হাসপাতালে উপস্থিত ও কয়েকজনকে হাজিরা দিয়ে অফিস ত্যাগ করার অভিযোগে কারণ দর্শানোর জন্য নোটিস প্রেরণ করা হয়েছে। ওই নোটিসে ৩ কার্যদিবসের মধ্যে জবাব দাখিলের জন্য বলা হয়েছে। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাত হোসাইন। জানা গেছে, সরকার কর্মস্থলে চিকিৎসকদের সকাল ৮টা থেকে আড়াইটা পর্যন্ত উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা পদ্ধতিও চালু করেছে। এতেও অনেকে বিলম্বে কিংবা ইচ্ছামাফিক কর্মস্থলে যাওয়া-আসা করে হাজিরা দিয়ে কর্মস্থল থেকে বের হয়ে নিজ কাজে কিংবা প্রাইভেট প্র্যাকটিসে চলে যান বলে অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতাল ক্যাম্পাসে আবাসিক ভবন থাকলেও চিকিৎসক থাকে শহরে। ফলে অনাকাক্সিক্ষতভাবে জনগণের স্বাস্থ্যসেবা বিঘিœত হচ্ছে। জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে অধিকাংশ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতি এবং রোগীদের দুর্ভোগের চিত্র দেখা গেছে। ব্রাহ্মণপাড়ার আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিট ৮ সেকেন্ডে ডিজিটাল হাজিরা দিয়ে ব্যক্তিগত কাজে নোয়াখালীতে চলে যান। সরেজমিন পরিদর্শনকালে হাসপাতাল ও অন্যান্য সূত্রে জানা যায়, গাইনি বিশেষজ্ঞ ডাঃ তাছলিমা বেগম সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার হাসপাতালে আসেন। এছাড়া অন্য ডাক্তারদের অনেকে শহরে থাকেন, তাই যে যার মতো করে হাসপাতালে আসেন। সূত্রের দেয়া তথ্যের প্রমাণ পাওয়া গেছে যে, সকাল পৌনে ১০টা পর্যন্ত ওই হাসপাতালে কোন চিকিৎসক উপস্থিত ছিলেন না। ওইদিনের ডিজিটাল হাজিরা অনুযায়ী সকাল ৯টা ৫০ মিনিট ৪২ সেকেন্ডে হাসপাতালে উপস্থিত হন জুনিয়র কনসালটেন্ট ডাঃ হাসিনা সুলতানা, ১০টা ১৮ মিনিট ২৫ সেকেন্ডে ডেন্টাল সার্জন ডাঃ খুরশিদা রহমান, ডাঃ মোঃ এনামুল হক ৯টা ৫০ মিনিট ৪৫ সেকেন্ড, ডাঃ শাহিদা আক্তার ১০টা ৩৯ মিনিট ২৩ সেকেন্ড, ডাঃ তাছলিমা বেগম ১০টা ৫৯ মিনিট ৪৫ সেকেন্ড, ডাঃ মোহাম্মদ সোহেল রানা ১১টা ৩২ মিনিট ৪৪ সেকেন্ডে উপস্থিত হয়ে হাজিরা দেন। ডাঃ কামরুল হাসান (আরএমও) ৯টা ৩৫ মিনিট ৮ সেকেন্ড হাজিরা দিয়ে নোয়াখালী চলে যান। একই দিনে জেলার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগের ডাঃ কাজী ইশরাত জাহান দেরিতে হাজিরা দিয়ে আগে চলে আসেন এবং ডাঃ রোকসানা আক্তার অনুপস্থিত ছিলেন।
×