ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অ ন ্য র ক ম

প্রকাশিত: ১২:০৭, ২৫ আগস্ট ২০১৯

অ ন ্য র ক ম

১৯ ঘণ্টার দীর্ঘ যাত্রা নিরবচ্ছিন্নভাবে ১৯ ঘণ্টার দীর্ঘ যাত্রার প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্টাস। এয়ার লাইন্সটি যাত্রী নিয়ে অস্ট্রেলিয়ার অন্যতম শহর সিডনি থেকে উড্ডয়ন করে নিউইয়র্ক এবং লন্ডনে অবতরণ করবে বিমান। তবে দীর্ঘ এই যাত্রার আগে সে সময় যাত্রীরা যেন এটি মানিয়ে নিতে পারে সেটি আগে নিশ্চিত করতে হবে। নতুন বোয়িং সেভেন এইট সেভেন-নাইন এস বিমান এই দীর্ঘ যাত্রায় রওনা হবে। এর যাত্রী এবং ক্রু সবাই অভিজ্ঞ। সর্বোচ্চ ৪০ জন যাত্রী নিয়ে বছরের শেষের দিকে এই ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রীদের বেশিরভাগই বিমান সংস্থার কর্মী। পরীক্ষামূলক ফ্লাইটের যাত্রীদের সবকিছু পর্যবেক্ষণ করা হবে। তাদের একটি ডিভাইস পরিয়ে দেয়া হবে যার দ্বারা তারা কীভাবে ঘুমায়, খাওয়া দাওয়া করে, পান করে, চলাচল করে এবং এসব ক্ষেত্রে কোন সমস্যা হলে তার কীভাবে প্রতিহত করা হবে সে বিষয়ে জানা যাবে। -এবিসি নিউজ
×