ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুশীল সমাজের প্রস্তাবনা

প্রকাশিত: ১১:০২, ২৫ আগস্ট ২০১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুশীল সমাজের প্রস্তাবনা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের কাছে কয়েকটি প্রস্তাব দিয়েছেন স্থানীয়রা। এসব প্রস্তাব হচ্ছে-রোহিঙ্গারা প্রত্যাবাসনে ইচ্ছুক হয়ে উঠবেন যদি এখনই বাংলাদেশ পরিকল্পিত সাহসী সিদ্ধান্ত নেন। বিষয়টি অমানবিক দেখালেও দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য করা এসব পরামর্শ কাজে আসতে পারে বলে মনে করেন ওয়াকিবহাল মহল। কক্সবাজার আদালতের এ্যাডভোকেট সাইফুদ্দিন খালেদ বলেন, ক্যাম্পে রোহিঙ্গাদের মোবাইল সীম ও মোবাইল ব্যবহার নিষিদ্ধ ও যোগাযোগ বিচ্ছিন্ন রাখা এবং রোহিঙ্গাদের অবৈধভাবে সীম প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেয়া দরকার। তারা মিয়ানমারে জীবনেও কি এসবের কল্পনা করতে পেরেছিল? ওখানে তাদের চলাফেরা ও কথাবার্তার স্বাধীনতা ছিল? তাই এখানে স্বাধীনতা পেয়ে তারা ফিরে যেতে চাইছে না। ক্যাম্পে রোহিঙ্গারা কোন এনজিওতে চাকরি করতে পারবে না। শরণার্থী আইনে চাকরির নিয়ম নেই। এখনই তাদের চাকরি থেকে ছাঁটাই করতে হবে। যদি কোন এনজিও নির্দেশনা অমান্য করে চাকরিতে বলবত রাখে তাদের বিরুদ্ধে প্রত্যাবাসনবিরোধী ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া দরকার।
×