ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাহায্যের নামে এটিএম বুথে প্রতারণা ॥ এক যুবককে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ১১:০০, ২৫ আগস্ট ২০১৯

সাহায্যের নামে এটিএম বুথে প্রতারণা ॥ এক যুবককে খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ এটিএম বুথ থেকে টাকা তুলতে অপারগ ব্যক্তিদের সহায়তা করার নামে প্রতারণা করা এক ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ব্যক্তিকে ধরিয়ে দিতে ঢাকা মহানগর পুলিশ দেশবাসীর সহায়তা চেয়েছে। ঢাকা মহানগর পুলিশ জানায়, সর্বশেষ ওই প্রতারক ফরিদপুরে ডাচ্-বাংলা ব্যাংকের বুথে প্রতারণার ঘটনাটি ঘটায়। ইতোমধ্যেই ওই যুবক সম্পর্কে তথ্য পেতে সারাদেশে বিশেষ বার্তা দেয়া হয়েছে পুলিশের তরফ থেকে। প্রতারকের ছবি প্রকাশ করা হয়েছে ডিএমপির ওয়েবসাইটসহ অন্যান্য মাধ্যমে। ছবিতে চিহ্নিত চেক শার্ট পরিহিত যুবক মূলত প্রতারক। এই যুবক বিভিন্ন এটিএম বুথের কাছে দাঁড়িয়ে থাকে। অনেক সহজ-সরল মানুষ এটিএম বুথে টাকা তুলতে গিয়ে ঝামেলায় পড়েন। কিভাবে টাকা তুলতে হয়, তা ঠিকমতো বুঝে উঠতে পারেন না। তাদের টার্গেট করে সহায়তা করতে এগিয়ে যান। কেউ কোন সময় সহায়তা করার কারণ জানতে চাইলে নিজেকে ব্যাংকের লোক বলে পরিচয় দেন। ব্যাংকের তরফ থেকেই তাকে গ্রাহকদের সহায়তা করার জন্য রাখা হয়েছে বলে জানায়। এমন কথায় স্বাভাবিক কারণেই অনেকেই বিপাকে পড়েন। এরপর যথারীতি যারা টাকা তুলতে পারেন না, তাদের টাকা তোলার গোপন পিন নম্বর জেনে টাকা তুলে দেন। বেশ ব্যস্ততার ভাব দেখিয়ে গ্রাহককে বিদায় করার ফাঁকে গ্রাহকের কার্ডটি নিজের পকেটে রেখে দেয়। আর তার পকেটে থাকা হুবহু একই ধরনের নকল কার্ড গ্রাহকের হাতে ধরিয়ে দেন। গ্রাহক কার্ড নিয়ে চলে যান। এরপর প্রতারক অন্য এটিএম বুথ থেকে টাকা তুলে নিয়ে যায়। এভাবে ইতোমধ্যেই এই প্রতারক দেশের বিভিন্ন এলাকায় গিয়ে বহু মানুষের এটিএম কার্ড থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, শনিবার বিকেল পাঁচটা নাগাদ তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত করে পুলিশের হাতে তুলে দিতে এজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
×