ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৬৭ জন কমেছে

প্রকাশিত: ১০:৫৬, ২৫ আগস্ট ২০১৯

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৬৭ জন কমেছে

স্টাফ রিপোর্টার ॥ নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হ্রাস অব্যাহত থাকে শনিবারও। এদিন সারাদেশে নতুন ১১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ একদিনের ব্যবধানে নতুন আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে ২৬৭ জন। ঢাকার বাইরে এখনও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। নতুন আক্রান্তের সংখ্যা উঠানামা করলেও দেশের ডেঙ্গু পরিস্থিতি এখনও ঝুঁকিমুক্ত হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুতে মৃতের সংখ্যা সরকারী পরিসংখ্যানে ৪৭ জনই রয়ে গেছে। বেসরকারী পরিসংখ্যানে তা ১০৯ জনে দাঁড়িয়েছে। শনিবারও সাভার আশুলিয়ায় একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুর প্রাদুর্ভাবের বিষয়ে পূর্ব সতর্কবার্তা দেয়ার বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলেন, ডেঙ্গু রোগের প্রকোপ থেকে বাঁচতে হলে ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। এ ব্যাপারে সাধারণ মানুষকে অধিক সচেতন হতে হবে। তিনি জানান, স্বাস্থ্য অধিদফতর বর্ষা মৌসুমের আগে গত মার্চ মাসে রাজধানীর ১০০টি ওয়ার্ডে মশক জরিপ পরিচালনা করে। সেখানে দেখা গেছে, নির্মাণাধীন ভবনের বিভিন্ন ফ্লোরে জমে থাকা পানি, পরিত্যক্ত প্লাস্টিকের বালতি, অব্যবহৃত টায়ার, প্লাস্টিক ড্রাম, পানির ট্যাঙ্ক, পানির মিটারের গর্ত, চিত্রাঙ্কনের জন্য ব্যবহৃত পাত্র এডিস মশার উৎকৃষ্ট প্রজননস্থল। বেখেয়ালে এসব পাত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করে। নগরবাসীর যদি নিজ বাড়ি ও বাসার সামনে এ ধরনের পাত্রে পানি জমতে না দেয় তবে এডিস মশার বংশবিস্তার রোধ হবে। ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচীতে সফলতা লক্ষ্য করা যাচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ বলেন, বিশ্বের অন্যান্য দেশের কারণে জয়বায়ু পরিবর্তন হচ্ছে। যার প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেড়েছে। কখনও খরা, আবার কখনও বা অতিবৃষ্টির ফলে ডেঙ্গু মশার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আয়তনের তুলনায় জনসংখ্যার আধিক্য রাজধানীতে ডেঙ্গুর এ ধরনের প্রকোপ এক ধরনের বাস্তবতা। প্রত্যেক নগরবাসীকে সচেতন হতে হবে। জ্বর হলে সাধারণ জ্বর মনে না করে চিকিৎসকের শরণাপন্ন হয়ে ডেঙ্গুর পরীক্ষা করাতে হবে। সকল হাসপাতালকেই এ বিষয়ে নির্দেশনা দেয়া আছে। জ্বর নিয়ে সময়ক্ষেপণ করা যাবে না। সচেতন থাকলে আতঙ্কের কিছু নেই। আর ডেঙ্গু প্রতিরোধকল্পে সরকারীভাবে তৈরিকৃত জাতীয় গাইড মেনে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য চিকিৎসকদের পরামর্শ দেন মহাপরিচালক। চট্টগ্রাম ॥ স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তিনি হলেন ডাঃ উদয় শঙ্কর সরকার। হাসপাতালের ২৪ নং ওয়ার্ডের রেজিস্ট্রার তিনি। চট্টগ্রামে এই প্রথম কোন চিকিৎসকের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল। হাসপাতালের মেডিসিন বিভাগের সরকারী রেজিস্ট্রার ডাঃ ইমন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। ফেনী ॥ নিজস্ব সংবাদদাতা ফেনী থেকে জানায়, গত ২৪ ঘণ্টায় ফেনী সদর হাসপাতালে নতুন সাতজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের শিশু বিভাগের ডাঃ শাহরিয়ার মাহমুদ জানান, শিশু ওয়ার্ডের ২৬ বেডের বিপরীতে বর্তমানে সিট ও মেঝেতে মোট ১১০ জন রোগী রয়েছে। সাভার ॥ সংবাদদাতা সাভার থেকে জানায়, সাভারের আশুলিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অজয় দাস (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে মৃত অজয়ের পিতা গৌতম দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত অজয় দাস সাভারের আশুলিয়ায় তার পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব থানার সুজাতপুর গ্রামে।
×