ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবশেষে ব্যাঙ্গালুরুতে হেসন!

প্রকাশিত: ১১:৫৪, ২৪ আগস্ট ২০১৯

 অবশেষে ব্যাঙ্গালুরুতে হেসন!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের পর বিশ্বব্যাপী কোচ বদলের যে হিড়িক পড়ে কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্ব ছেড়ে দিয়ে তাতে সামিল হয়েছিলেন মাইক হেসনও। ক্রিকেটের অঘোষিত মোড়ল ভারতের হয়ে কাজ করার জন্য ছিলেন ভীষণ আগ্রহী। সাক্ষাতকারও দিয়েছিলেন। কিন্তু ভাগ্যের শিকে ছেঁড়েনি। বাংলাদেশের সঙ্গেও তার কথা চলছিল। প্রথমে বিসিবির আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত বনিবনা হয়নি। গুঞ্জন ছিল পাকিস্তানকে ঘিরে। সাবেক নিউজিল্যান্ড কোচ কোন আন্তর্জাতিক দল নয় বরং আইপিএলেরই আরেক ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে যুক্ত হলেন। দলটির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ৪৪ বছর বয়সী হেসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান সাইমন ক্যাটিচকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে ব্যাঙ্গালুরু। হাইপ্রোফাইল হেসন ফ্রাঞ্চাইজিটির নীতি, কৌশল, কর্মসূচী এবং ম্যানেজমেন্টের পারফর্মেন্স নিয়ে কাজ করবেন। আইপিএলের গত আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ ছিলেন মাইক হেসন। কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ক্যাটিচ। এবার ব্যাঙ্গালুরুর দায়িত্ব গ্রহণ করছেন সাবেক অসি ক্রিকেটার। একদিন আগেই টুইট করে হেসন জানিয়েছিলেন, ‘এটি নিয়ে অনেক জল্পনা-কল্পনা হচ্ছে। আমি আসলে পাকিস্তানের কোচ হওয়ার জন্য আবেদন করিনি। তবে যিনি এই সুযোগটি পাবেন তার অনেক প্রতিভা থাকবে এবং যে প্রস্তাবটি পাবে সেটি তারজন্য ভাল হবে।’ ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করেন হেসন। তার অধীনে ২০১৫ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দায়িত্ব ছেড়ে দেয়ার পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি২০ লীগ আইপিএলে পাঞ্জাবের কোচও ছিলেন। জাতীয় কোন দলের কোচ হওয়ার জন্য কিছুদিন আগে পাঞ্জাবের সঙ্গে চুক্তি বাতিল করেন। অন্যান্য হাই-প্রোফাইলদের সঙ্গে ভারতের কোচ হওয়ার দৌড়ে ছিলেন হেসনও। শেষ পর্যন্ত ভারত শাস্ত্রীর ওপরই ভরসা রাখেন।
×