ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলতি সপ্তাহেই সাক্ষাত

কাশ্মীরে নজর ট্রাম্পের, বৈঠকে কথা হবে মোদির সঙ্গে

প্রকাশিত: ১০:৪৬, ২৪ আগস্ট ২০১৯

 কাশ্মীরে নজর ট্রাম্পের, বৈঠকে কথা হবে মোদির সঙ্গে

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতশাসিত কাশ্মীর পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানকার অবরুদ্ধ পরিস্থিতি শান্ত করার বিষয়ে পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হলে জানতে চাইবেন তিনি। চলতি সপ্তাহেই ফ্রান্সে বৈঠক হওয়ার কথা রয়েছে এ দুই নেতার। শুক্রবার হোয়াইট হাউসের এক মুখপাত্রের বরাতে একথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। খবর ইন্ডিয়া টুডে ও এনডিটিভির। কাশ্মীরে একদিকে বিক্ষোভের ঘোষণা, অন্যদিকে কারফিউ জারি ॥ অবরুদ্ধ জম্মু-কাশ্মীর উপত্যকায় শুক্রবারের জুমার নামাজকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। এর বিপরীতে কয়েক দিনের শিথিলতার পর শুক্রবার বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থান নেয়ার ইঙ্গিত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। শহরের কিছু অঞ্চলে জারি করা হয়েছে কারফিউ। সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়া হয়। জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও। আর গত ৯ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় তা। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মীরজুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়।
×