ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে থামছে না ভেজাল গুড় তৈরি

প্রকাশিত: ০৯:৩৯, ২৪ আগস্ট ২০১৯

  নীলফামারীতে থামছে না  ভেজাল গুড় তৈরি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকা উপজেলার খুটামারা এলাকায় থামছে না ভেজাল গুড় তৈরি। প্রতিনিয়ত ভেজাল এবং নোংরা পরিবেশে গুড় তৈরি করে বাজারজাত করছে গুড় উৎপাদনকারীরা। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। গুড় তৈরিতে আখের রসের প্রয়োজন হয়। কিন্তু তারা আখের রসের বদলে মানবদেহে ক্ষতিকারক দ্রব্য ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করে আসছে। ওই এলাকায় পুলিশ, ডিবি পুলিশ এমনকি ভ্রাম্যমাণ আদালত কয়েক দফা অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির কারখানা সিলগালা, মামলা ও জরিমানা এমনকি ভেজাল গুড় তৈরির হোতাদের গ্রেফতারও করেছিল। কিন্তু কোনভাবেই এই ভেজাল গুড় তৈরি থামছে না। এলাকাবাসীর অভিযোগ এখানকার ভেজাল গুড়ের মার্কেট নাটোরে। নাটোর হতে খুটামারার এই গুড় সারাদেশে বাজারজাত করা হয়ে থাকে। এদিকে মঙ্গলবার রাতে গোপন সংবাদ পেয়ে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী বাজারে ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শিবিরকর্মী রাশেদুল ইসলামকে (২৫) আটক করে। এ সময় তৈরি করা প্রায় দুই টন ভেজাল নালী গুড়, গুড় তৈরির ময়লা চিনি, আটাসহ বস্তা, কেমিক্যাল, তরল কাঠালি রং ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ও সরঞ্জামাদি আনুমানিক মূল্য এক লাখ ৫৯ হাজার টাকা ছিল। এলাকার সচেতনমহল বলছে ওই চক্রটি এখনও ভেজাল গুড় তৈরি অব্যাহত রেখেছে।
×