ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাউছিয়া-কুড়িল বিআরটিসি বাস চলাচল বন্ধ ॥ যাত্রী ভোগান্তি

প্রকাশিত: ০৯:৩৯, ২৪ আগস্ট ২০১৯

 গাউছিয়া-কুড়িল  বিআরটিসি বাস  চলাচল বন্ধ ॥ যাত্রী ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোন নোটিস ছাড়াই গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিসটি বন্ধ করে দেয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীসাধারণকে। শুক্রবার সকাল থেকেই বিনা নোটিসে বিআরটিসি বাস সার্ভিসটি বন্ধ করে দেয়া হয়। জানা যায়, গত দুই বছর আগে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সরাসরি কোন বাস সার্ভিস ছিল না। এতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে ফিটনেসবিহীন প্রাইভেট কার অথবা সিএনজিতে করে গন্তব্যস্থলে যেতে হতো। গত দেড় বছর আগে যাত্রীদের চাহিদা ও আন্দোলনের মুখে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিসটি চালু করা হয়। কিন্তু হঠাৎ করে বিআরটিসি বাস সার্ভিসটি বন্ধ করে দেয়ায় আবারও ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত ফিটনেসবিহীন প্রাইভেটকারের ভাড়া ৮০ থেকে ১শ’ টাকা করে নেয়। আর গাউছিয়া থেকে কুড়িল বিশ^রোড পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা। বাস সার্ভিসটি বন্ধ হওয়ায় যাত্রীদের দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে। যাত্রী এহসাক মোল্লা জানান, তিনি প্রতিদিনই বিআরটিসি বাস দিয়ে গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত আসা-যাওয়া করেন। কোন প্রকার নোটিস ছাড়া বাস সার্ভিসটি বন্ধ হয়ে যাওয়ায় তাকে এখন দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে। রাহেলা নামে এক যাত্রী বলেন, আমি ঢাকায় স্বল্প বেতনে একটি চাকরি করি। হঠাৎ বাস সর্ভিসটি বন্ধ হওয়ায় আমাদের মতো সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাস সার্ভিসটি দ্রুত চালু করলে আমাদের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।
×