ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাশ্মীর উপত্যকায় শান্তি বজায় রাখার আহ্বান ফ্রান্সের

প্রকাশিত: ০৯:২৬, ২৪ আগস্ট ২০১৯

 কাশ্মীর উপত্যকায় শান্তি বজায় রাখার আহ্বান ফ্রান্সের

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কাশ্মীর উপত্যকায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ফ্রান্স সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৃহস্পতিবার ৯০ মিনিটের বৈঠকের পর এক বিবৃতিতে ফরাসী প্রেসিডেন্ট এ আহ্বান জানান। ফরাসী প্রেসিডেন্ট বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর এবং কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আমাকে বিস্তারিত জানিয়েছেন। আমি বলেছি, ভারত এবং পাকিস্তানকে আলোচনা করে কাশ্মীর ইস্যু ও সমাধানের সূত্র বের করতে হবে। এখানে তৃতীয় পক্ষের কোন জায়গা নেই। ফরাসী প্রেসিডেন্টের মতে, কাশ্মীর অঞ্চলে উত্তেজনা তৈরি করাও ঠিক হবে না। তার কথায়, ‘কাশ্মীরে শান্তি বজায় রাখা জরুরী। আমরা চাই, শান্তি এবং আলোচনা। আমি কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। তাকে জানাব, কাশ্মীর নিয়ে দু’পক্ষ আলোচনায় বসুক। বৈঠকের পর ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, মোদি-ম্যাক্রোঁ বৈঠক ফলপ্রসূ হয়েছে। আগামী মাসে ফ্রান্স প্রথম দফায় ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান ভারতের হাতে তুলে দেবে। এর আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীর সঙ্কট ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে উল্লেখ করে উভয় দেশকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে বিরোধ সমাধানের আহ্বান জানান। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইয়েভেস লে ড্রায়ান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে কথা বলেন। ফরাসী পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীর ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন। কাশ্মীরকে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় ইস্যু উল্লেখ করে লে ড্রায়ান রাজনৈতিক সংলাপের মাধ্যমে ইস্যুটির সমাধান দীর্ঘমেয়াদী শান্তি বজায় রাখার আহ্বান জানান। পরিস্থিতি আরও নাজুক না করতে উত্তেজনা পরিহার করার জন্য প্যারিস সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানায়। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়া হয়। ৩৭০ ধারা বাতিলের আগ মুহূর্তে জম্মু-কাশ্মীরে আধাসামরিক বাহিনীর ৩৫ হাজার সদস্য মোতায়েন করা হয়। পরে নতুন করে সেখানে নিয়োজিত হয় আধাসামরিক বাহিনীর আরও আট হাজার সদস্য। উপত্যকায় কারফিউ জারির পাশাপাশি টেলিফোন-ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। -দ্য হিন্দু
×