ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের গণতন্ত্র নিয়ে কবিতা লিখলেন মমতা

প্রকাশিত: ০৯:২৫, ২৪ আগস্ট ২০১৯

 ভারতের গণতন্ত্র নিয়ে কবিতা লিখলেন মমতা

সম্প্রতি নিজ হাতে কর্মীদের চা বানিয়ে খাইয়ে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার ভারতের গণতন্ত্র নিয়ে একটি কবিতা লিখেছেন। মমতার মতে, ভারতে গণতন্ত্র শেষ হতে চলেছে। তাই প্রতিবাদের অংশ হিসেবে তার এই কবিতা লেখা। বৃহস্পতিবার, তিনি টুইটারে কবিতাটি পোস্ট করেন। কবিতার নাম ‘ঠিকানা’। ভারতের কংগ্রেস আমলের সাবেকমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেফতারের পর মতামত জানান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তারপরই লেখেন এ কবিতা। মমতার দাবি, পি চিদম্বরমের গ্রেফতার প্রমাণ করছে দেশে গণতন্ত্রের অস্তিত্ত্ব বিপন্ন। বিচারের বাণী নীরবে, নিভৃতে কাঁদছে। প্রসঙ্গত, কংগ্রেস নেতার পি চিদম্বরমের নাটকীয় নিখোঁজ হওয়া, দিল্লীর কংগ্রেস সদর দফতরে তার সংবাদ সম্মেলন এবং তারপরে গ্রেফতারের একদিন পরে সকল বিষয় নিয়ে মুখ খোলেন মমতা। এ বিষয়ে তার মন্তব্য, আমি বিষয়টির বৈধতা নিয়ে কোন কথা বলব না। তবে চিদম্বরম একজন প্রবীণ রাজনীতিবিদ। একজন প্রাক্তন অর্থমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে যেভাবে হেনস্থা করা হলো তা অত্যন্ত হতাশাজনক। এনডিটিভি অনলাইন
×