ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামালপুরের ডিসির অপকর্মের ভিডিও ফাঁস, তোলপাড় (ভিডিও সহ)

প্রকাশিত: ০৭:২৭, ২৩ আগস্ট ২০১৯

জামালপুরের ডিসির অপকর্মের ভিডিও ফাঁস, তোলপাড় (ভিডিও সহ)

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর ও একজন নারীর অপকর্মের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে জেলা প্রশাসক তার অফিসের খাসকামরায় একজন নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করতে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিওটি ভাইরাল হওয়ায় জামালপুরের সর্বস্তরে বেশ তোলপাড় শুরু হয়েছে। এদিকে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ভিডিওটি বানানো ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ৪ মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের অফিস কক্ষের পাশেই ছোট একটি কক্ষ। এই কক্ষটিতে বিশ্রাম নেওয়ার জন্য একটি খাট, চাদর, বালিশসহ সব কিছুই আছে। ভিডিওটিতে যে পুরুষ লোকটিই জেলা প্রশাসক আহমেদ কবীর। আর ওই নারী এই জেলা প্রশাসকের কার্যালয়ের একজন এমএলএসএস। ভিডিওটিতে জেলা প্রশাসক ও ওই নারীকে বেশ অন্তরঙ্গ মুহূর্তে সময় কাটাতে দেখা যাচ্ছে। জড়াজড়ি, আলিঙ্গন ও চুম্বনরত অবস্থায় তাদেরকে বেশ মধুর ভাব বিনিময় করতে দেখা যাচ্ছে। জানা গেছে, জেলা প্রশাসকের এই ভিডিওটি ফেসবুকের ‘খন্দকার সোহেল আহমেদ’ নামের একটি আইডি থেকে গত ১৫ আগস্ট বিকেলের দিকে আপলোড হয়ে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ভিডিওটি ভাইরাল হয়ে গেলে বৃহস্পতিবার বিকেল থেকে ফেসবুক আইডি ব্যবহারকারীদের নজরে আসতে থাকে। এ নিয়ে ফেসবুকে এবং জামালপুরের সর্বস্তরের মানুষের মাঝে বেশ তোলপাড় চলছে। শুক্রবার ভোররাত থেকে রহস্যজনক কারণে ওই আইডির ওয়াল থেকে ভিডিও লিংকটি সরিয়ে নেওয়া হয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক আহমেদ কবীর জামালপুরে যোগদান করেছেন ২০১৭ সালের ২৭ মে। যোগদানের কিছুদিন পর থেকেই তার অফিস কক্ষের পাশের ছোট্ট কক্ষটি নিয়ে গোটা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত ওই কক্ষে একজন নারীর সাথে জেলা প্রশাসক আহমেদ কবীরের অবৈধ মেলামেশার ভিডিওটি ভাইরাল হওয়ায় সেই গুঞ্জনই সত্য হতে চলেছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক আহমেদ কবীর জামালপুর সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে তাকে নিয়ে ভাইরাল ভিডিও প্রসঙ্গে বলেন, ভিডিওটি আসলে বানানো একটি ভিডিও। ষড়যন্ত্রমূলকভাবে আমাকে হয়রানি করার উদ্দেশে খন্দকার সোহেল আহমেদ নামের ফেসবুকের একটি ফেক আইডি থেকে ওই ভিডিওটি আপলোড করে আমার কাছে মোটা অংকের টাকা দাবি করে আসছিল। আজকে ভোর থেকে ওই ভিডিওটি ওই আইডি থেকে সরিয়ে ফেলেছে। তিনি ভিডিওটি ভালো করে তদন্ত করে এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে প্রকৃত তথ্য উদ্ঘাটনের দাবি জানান।
×