ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নীলফামারী র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৬:১৬, ২৩ আগস্ট ২০১৯

নীলফামারী র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ১৩ এর নীলফামারী সিপিসি-২ এর মাদক বিরোধী পৃথক দুই বিশেষ অভিযানে দুই হাজার পিস ইয়াবা ও ৩৪ বোতল অবৈধ ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ শুক্রবার বিকালে নীলফামারী র‌্যাব ক্যাম্পে প্রেস বিফ্রিং এর মাধ্যমে তুলে ধরা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলো দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার হাকিমপুরের চন্ডিপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে এরশাদ আলী(২৮) ও একই এলাকার হরিহরপুর উত্তর কাকলা গ্রামের আকতার ইসলামের স্ত্রী আঞ্জু আরা (৪২)। র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্প সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আ. ন.ম. ইমরান খান জানান, গোপন সংবাদে বিরামপুরের উক্ত এলাকায় আজ শুক্রবার সকাল ৯টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। প্রথমে আঞ্জু আরাকে ৩৪ পিস অবৈধ ফেন্সিডিল সহ আটক করা হয়। এরপর বিরামপুর ব্রীজের কাছে অভিযান চালিয়ে একটি ব্যাগের ভেতর ২ হাজার ইয়াবা সহ এরশাদ আলীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।
×